বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Purba Bardhaman: নাবালিকা নাতনির বিয়েতে রাজি ছিলেন না ঠাকুমা, পিটিয়ে খুন করলেন পাত্রের মা-মাসি

Purba Bardhaman: নাবালিকা নাতনির বিয়েতে রাজি ছিলেন না ঠাকুমা, পিটিয়ে খুন করলেন পাত্রের মা-মাসি

পাত্রীর ঠাকুমাকে পিটিয়ে খুনের অভিযোগ। প্রতীকী ছবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের যুবক রোহিত মোল্লা একাদশ শ্রেণির ওই ছাত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। এর জন্য তার পরিবারের তরফে বিয়ের প্রস্তাবও দেওয়া হয় ছাত্রীর পরিবারকে। কিন্তু বয়স কম থাকার কারণ দেখিয়ে বিয়েতে আপত্তি জানায় পাত্রীর পরিবার।

নাবালিকা নাতনির বিয়েতে মোটেই রাজি ছিলেন না ঠাকুমা। কিন্তু, সেই পাত্রীর সঙ্গেই ছেলের বিয়ে দেওয়ার জন্য জেদ ধরে বসে ছিলেন মা ও মাসি। তাতেই ঘটল বিপত্তি। পাত্রীর ঠাকুমাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পাত্রের মা ও মাসির বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নবস্থা গ্রামে। মৃত ঠাকুরমার নাম রসাই খাঁ বিবি।

আরও পড়ুন: দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল দেড় বছরের শিশু, গলা টিপে খুন করল সৎ বাবা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের যুবক রোহিত মোল্লা একাদশ শ্রেণির ওই ছাত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। এর জন্য তার পরিবারের তরফে বিয়ের প্রস্তাবও দেওয়া হয় ছাত্রীর পরিবারকে। কিন্তু বয়স কম থাকার কারণ দেখিয়ে বিয়েতে আপত্তি জানায় পাত্রীর পরিবার। কিন্তু, তাকে বিয়ে করার জেদ ধরে বসেছিলেন ওই যুবক। ফলে তার পরিবারের তরফে আরও বেশ কয়েকবার বিয়ের জন্য ওই মেয়ের বাড়িতে প্রস্তাব দেওয়া হয়। এমনকি তারা নানাভাবে পাত্রীর পরিবারকে বোঝাতে চেয়েছেন। কিন্তু প্রতিবারে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল পাত্রীর ঠাকুমা। ফলে প্রথম থেকেই তিনি পাত্রের পরিবারের বিষ নজরে ছিলেন।

এদিকে পাত্রীর পরিবারের তরফ থেকে বয়সের কথা জানিয়ে রোহিতের সঙ্গে বিয়ের প্রস্তাব খারিজ করা হলেও গত রবিবার অন্য এক পাত্রপক্ষ ওই মেয়েকে দেখতে আসে। এই খবর জানতে পেরে বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রোহিতের পরিবারের সদস্যরা। ওই যুবকের বাড়ির মহিলা সদস্যরা পাত্রীর বাড়িতে গিয়ে তার ঠাকুমাকে বাঁশ এবং লাঠি দিয়ে হামলা চালায়। ঘটনা আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাত্রীর পরিবারের অভিযোগ, এর আগেও ওই যুবক তাদের মেয়েকে নানাভাবে হেনস্থা করেছে। এই ঘটনায় যুবকের মা ও মাসিকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া যুবককেও আটক করেছে।

বন্ধ করুন