বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Baruipur: কালী প্রতিমার বিসর্জন দেখতে চাওয়ায় স্ত্রীকে হতুরি দিয়ে খুন করল স্বামী

Baruipur: কালী প্রতিমার বিসর্জন দেখতে চাওয়ায় স্ত্রীকে হতুরি দিয়ে খুন করল স্বামী

ঘটনাস্থলে ভিড় স্থানীয়দের। নিজস্ব ছবি।

স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরেই। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। সেই কারণে মাঝেমধ্যেই বাপের বাড়ি চলে যেতেন সুপর্ণা। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম হল সোমনাথ হালদার। বাড়িতে অশান্তি হলে সে মাঝেমধ্যেই মাকে মামার বাড়িতে রেখে আসত।

কালী প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে চেয়েছিলেন স্ত্রী। কিন্তু, তাতে বাধা দিয়েছিলেন স্বামী। তাই জোর করেই প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন স্ত্রী। সেই ক্ষোভে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী। এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার জিবনতলা থানার পিয়ালি এলাকায়। নিহতের নাম সুপর্ণা হালদার (৪০)। অভিযুক্ত স্বামীর নাম কমল হালদার। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এদিকে, ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ডাইনি সন্দেহে আদিবাসী মহিলাকে নৃশংসভাবে খুন, ১১জনের যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরেই। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। সেই কারণে মাঝেমধ্যেই বাপের বাড়ি চলে যেতেন সুপর্ণা। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম হল সোমনাথ হালদার। বাড়িতে অশান্তি হলে সে মাঝেমধ্যেই মাকে মামার বাড়িতে রেখে আসত। অভিযোগ, শুক্রবার রাতে পাড়ার কালী ঠাকুর বিসর্জনের অনুষ্ঠানে সুপর্ণা যেতে চাইলে তাঁকে যেতে বাধা দেয় কমল। কিন্তু, জোর করে সুপর্ণা সেখানে যেতে চাইলে কমল তাকে হাতুড়ির আঘাত করে খুন করে বলে অভিযোগ।

সুপর্ণার ছেলে সোমনাথ জানান, ‘প্রথম থেকেই তার মায়ের সঙ্গে বাবার ঝামেলা হত। গতকাল বাড়িতে আমি ছিলাম না। সেই সময় বাবার সঙ্গে মায়ের ঝামেলা হচ্ছিল। তখনই বাবা আমার মাকে খুন করেছে।’ প্রতিবেশী বাবুল হাওলাদার জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। তিনি জানান, তিনি নিজেও দুজনকে এনিয়ে একাধবার বুঝিয়েছিলেন। কিন্তু তারপরেও তাদের মধ্যে অশান্তি থামেনি।

বন্ধ করুন