বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad: নেতাজির মূর্তিতে মালা দেওয়া নিয়ে ঝামেলা, ফরওয়ার্ড ব্লকের কর্মীদের মারধর!

Murshidabad: নেতাজির মূর্তিতে মালা দেওয়া নিয়ে ঝামেলা, ফরওয়ার্ড ব্লকের কর্মীদের মারধর!

ফরওয়ার্ড ব্লকের কর্মীকে মারধরের অভিযোগ। নিজস্ব ছবি।

মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে। নেতাজির জন্মদিবস উপলক্ষে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিভাস চক্রবর্তীর নেতৃত্বে কর্মীরা এদিন মিছিল করেন। 

আজ ২৩ জানুয়ারি। এই উপলক্ষে দেশজুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এদিন নেতাজির জন্মদিবস পালনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল প্রত্যেক রাজনৈতিক দলই নেতাজির জন্মদিবস নিয়ে একে অপরকে আক্রমণ পালটা আক্রমণ করেছে। আর এবার নেতাজির জন্মদিবসকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল মুর্শিদাবাদের ইসলামপুরে। এদিন মূলত ঝামেলার সূত্রপাত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে।

মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে। নেতাজির জন্মদিবস উপলক্ষে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিভাস চক্রবর্তীর নেতৃত্বে কর্মীরা এদিন মিছিল করেন। সেই মিছিলে রানীনগর ১ তৃণমূল ব্লক সভাপতি মোস্তফা সরকার ওরফে নেতাজুলের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ।

বিভাস চক্রবর্তীর অভিযোগ, ‘এদিন প্রশাসনের অনুমতি নিয়ে মিছিল করা হচ্ছিল। তারপরেও নেতাজুল ইসলাম লাঠি নিয়ে আমাদের কর্মী সমর্থকদের ওপর হামলা করেন। আমাকেও বুকে ঘুষি মারা হয়। ব্যাজ কেড়ে নেওয়া হয়। কর্মীদের উপর হামলা করা হয়।’ পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। এমনকী আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও। এই ঘটনার ছবি তুলতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পৌঁছয় ইসমামপুর থানার পুলিশ। সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন