বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North 24 Pargana: ইউ টার্নে বাঁধা, ৫০ জন টোটোচালক মারধর করল সিভিক ভলেন্টিয়ারকে, ধৃত ২

North 24 Pargana: ইউ টার্নে বাঁধা, ৫০ জন টোটোচালক মারধর করল সিভিক ভলেন্টিয়ারকে, ধৃত ২

আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার। নিজস্ব ছবি।

সিভিক ভলেন্টিয়ার টোটো চালকদের বাধা দিলেই ঘটে বিপত্তি। অভিযোগ ৫০ থেকে ৬০ জন অটোচালক জড়ো হয়ে তাকে মারধর করে পরে পুলিশ এসে সিভিক ভলেন্টিয়ারকে টোটো মচালকের হাত থেকে রক্ষা করে। তাকে খড়দহ বলরামপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ফের আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার। কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে। ডান হাতে গুরুতর চোট পেয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় ইতিমধ্যেই ২ টোটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনা সোদপুরের। সিভিক ভলেন্টিয়ারকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।

আরও পড়ুন: মালদায় সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা?‌ তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জীব ওরাও নামে ওই সিভিক ভলেন্টিয়ার সোদপুর ট্রাফিক গার্ডে কর্মরত। সোদপুর ব্রিজের সামনে সোদপুর মধ্যমগ্রাম রোডে তিনি কর্তব্যরত ছিলেন। রাস্তায় তিনি গাড়ির চাপ সামলাতেই ব্যস্ত ছিলেন। সেই সময় টোটো চালকরা ব্রিজের মুখ থেকেই ইউ টার্ন নিয়ে ঘুরে যাচ্ছিল। যার ফলে আরও যানজট তৈরি হচ্ছিল। সেই সময় ওই সিভিক ভলেন্টিয়ার টোটো চালকদের বাধা দিলেই ঘটে বিপত্তি। অভিযোগ ৫০ থেকে ৬০ জন অটোচালক জড়ো হয়ে তাকে মারধর করে পরে পুলিশ এসে সিভিক ভলেন্টিয়ারকে টোটো মচালকের হাত থেকে রক্ষা করে। তাকে খড়দহ বলরামপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ঘটনায় ২ জন টোটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল বিধায়ক। যদিও টোটো চালকদের অভিযোগ, তারা প্রথম থেকেই এই রুটে যাতায়াত করছে। সিভিক ভলেন্টিয়ার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। উল্লেখ্য, কিছুদিন আগেই মালদার চাঁচলে আক্রান্ত হয়েছিলেন এক সিভিক ভলেন্টিয়ার। এক বাইক চালক ওই সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরেছিলেন। সিগন্যাল ভাঙার কারণে ওই বাইক চালককে আটকানোর চেষ্টা করছিলেন সিভিক ভলেন্টিয়ার। তখনই বাইক চালক সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে।

বন্ধ করুন