বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Youth murder in Hooghly: দোলের দিন জমিজমা নিয়ে বিবাদ, মায়ের সামনে ছেলেকে খুন! গ্রেফতার অভিযুক্ত

Youth murder in Hooghly: দোলের দিন জমিজমা নিয়ে বিবাদ, মায়ের সামনে ছেলেকে খুন! গ্রেফতার অভিযুক্ত

যুবককে খুনের অভিযোগ। (প্রতীকী ছবি)

মঙ্গলবার দোলের দিন চারদিকে যখন রঙের উৎসব চলছে তখন ওই গ্রামে কৃষ্ণেন্দু দাস এবং রুনু সিংয়ের মধ্যে জমিজমা নিয়ে বচসা বাঁধে। ক্রমেই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুজন। সেই সময় রুনু এবং তার দুই ভাই বাবু এবং বুড়ো কৃষ্ণেন্দুকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করে।

দোলের দিন ভয়াবহ কাণ্ড! মায়ের সামনে যুবককে খুন করার অভিযোগ উঠল। বিয়ারের বোতল দিয়ে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির জনাইয়ের মধ্যপাড়ায়। মৃত যুবকের নাম কৃষ্ণেন্দু দাস (৩৩)। আনন্দের দিন এরকম ঘটনায় শোকের ছায়া নেমেছে যুবকের পরিবারে। এই ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রুনু সিং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দোলের দিন চারিদিকে যখন রঙের উৎসব চলছিল তখন ওই গ্রামে কৃষ্ণেন্দু দাস এবং রুনু সিংয়ের মধ্যে জমিজমা নিয়ে বচসা বাঁধে। ক্রমেই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেই সময় রুনু এবং তার দুই ভাই বাবু এবং বুড়ো কৃষ্ণেন্দুকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। সেখানে থেমে না থেকে কৃষ্ণেন্দুর মায়ের সামনে বিয়ারের বোতল দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করে রুনু। ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন কৃষ্ণেন্দু। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলেই কৃষ্ণেন্দুর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। ঘটনায় অভিযুক্ত রুনুকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তার দুই ভাইয়ের খোঁজ করছে পুলিশ। উৎসবের দিন এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। অন্যদিকে, দোলের দিন এক তরুণীকে খুনের অভিযোগ উঠেছে হরিদেবপুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে অন্যত্র খুন করে দেহ এখানে এনে ফেলে দেওয়া হয়। এই ঘটনার তদন্তে নেমেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। হরিদেবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। পাশাপাশি একই দিনে বিক্রমগড়ে এক যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে আত্মঘাতী হয়েছেন এক যুবক। তারা ৪ বছর ধরে লিভ ইন করছিলেন বলে জানায় পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন