ফের বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল। ক্যানিংয়ের বিজেপির মন্ডল সভাপতি তথা পেশায় এক স্কুলশিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লাঠি, রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতার নাম প্রশান্ত বায়েন। তিনি বিজেপির হয়ে প্রচার করে বেড়াচ্ছিলেন তাই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা তথা স্কুল শিক্ষক।
আক্রান্ত বিজেপি নেতা জানিয়েছেন ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ক্যানিং থানা এলাকার দুমকিতে। আক্রান্ত শিক্ষক ক্যানিং পশ্চিম বিধানসভার ২ নম্বর মন্ডল সভাপতি। অভিযোগ, শুক্রবার রাতে তিনি ক্যানিং থানার দুমকি এলাকায় দলীয় কর্মীর বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় রাস্তার উপর তার বাইক দাঁড় করিয়ে কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। এরপর তাকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রশান্ত বায়েন জানান, ‘আমি কোনওভাবে দুষ্কৃতীদের কাছ থেকে প্রাণভিক্ষা চেয়ে সেখান থেকে পালিয়ে আসি।’ আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতাল তার চিকিৎসা করা হয়। পরে তিনি থানায় অভিযোগ জানান।
প্রশান্ত বায়েনের অভিযোগ, ‘বিজেপির হয়ে প্রচার করা এবং বিজেপি করার অপরাধে ওরা আমাকে মারধর করেছে। ওদের কথাবার্তা শুনে মনে হয়েছে ওরা তৃণমূলের দুষ্কৃতী।’ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। তবে এই অভিযোগ অস্বীকার স্থানীয় করেছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।