বিভিন্ন কারণ দেখিয়ে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন। আর সেই টাকা হাতিয়ে সপরিবারে চম্পট দিলেন একটি স্কুলের প্রাক্তন শিক্ষক। গত ৬ মাস ধরে অভিযুক্ত প্রাক্তন শিক্ষকের কোনও খোঁজ পাচ্ছেন না পাওনাদাররা। এই অবস্থায় তাঁরা শেষমেষ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ঘটনাটি রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের। আরও অভিযোগ, রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের কাছ থেকেও প্রচুর টাকা হাতিয়েছেন অভিযুক্ত প্রাক্তন শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: কলকাতায় এটিএম প্রতারকদের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন গ্রাহকরা, দুই জেলায় ভাঙা হল টাকা তোলার মেশিন!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষকের নাম কৃষ্ণধন দাস। তিনি দেবীনগর মহারাজা জগদীশনাথ হাইস্কুলের শিক্ষক ছিলেন। ৫ বছর আগে অবসর নিয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, একাধিক কারণ দেখিয়ে এই সমস্ত মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা মিটিয়ে দেবেন বলে পাওনাদারদের তিনি আশ্বস্ত করেছিলেন। কিন্তু, সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও টাকা ফেরত পাননি পাওয়ানাদাররা। শেষে পাওনাদারদের অনেকেই অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে গিয়ে দেখেন তাঁর বাড়িতে তালা ঝুলছে। একাধিকবার গিয়েও বাড়ি বন্ধ দেখতে পান তাঁরা।
মঙ্গলবার অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের বাড়ি গিয়ে সেখানে কাউকে দেখতে না পেয়ে পাওনাদারদের একাংশ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁরা আরও অভিযোগ করেন, যে ফোনে যোগাযোগ করা হলেও অভিযুক্ত ফোন ধরছেন না। এ বিষয়ে প্রতিবেশীদের দাবি, ৬ মাস ধরে প্রাক্তন শিক্ষক সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়েছেন। বহু মানুষ তাঁর কাছ থেকে টাকা পাবেন বলে শোনা যাচ্ছে। প্রাক্তন শিক্ষকের এমন কীর্তিতে হতবাক এলাকাবাসীরা। অনেকেই এসে গালিগালাজ করছেন বলে দাবি স্থানীয়দের।
জানা গিয়েছে, অভিযোগ পেয়ে এদিন পুলিশ অভিযুক্তদের বাড়ি যায়। কিন্তু, বাড়ি বন্ধ থাকায় ফিরে যেতে হয় পুলিশকে। কৃষ্ণধনবাবু কোথায় রয়েছেন জানা নেই কারও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক মাস যাবৎ বাড়ি বন্ধ থাকায় কার্যত বাড়িতে জঙ্গল হয়ে গিয়েছে। সেখানে সাপ পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে।
স্থানীয়দের অনেকেই দাবি করছেন, অভিযুক্ত প্রাক্তন শিক্ষক বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন। এবিষয়ে রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ সরকার জানিয়েছেন, প্রাক্তন শিক্ষক গোপনে বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়েছেন বলে শোনা যাচ্ছে। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।