গরু পাচার মামলায় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপরেও বন্ধ হয়নি গরু পাচার। প্রায়ই গরু বাইরে পাচার করার অভিযোগ উঠে আসছে বিভিন্ন জেলায়। এরই মধ্যে এবার সরকারি ষাঁড় পাচারের চেষ্টার অভিযোগ উঠল মালদায়। যদিও ষাঁড়গুলি পাচারের আগেই উদ্ধার করে পুলিশ। রবিবার একটি পিক আপ ভ্যানের সাহায্যে সীমান্তে ষাঁড় পাচারের চেষ্টা করে পাচারকারীরা। এদিনের পাচারের ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার। তাঁর গাড়িতে করেই ষাঁড়গুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদার সামসি-রতুয়া রাজ্য সড়কের কুশরাখা এলাকায়। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: গো রক্ষার নামে দাদাগিরি, গরু পাচার সন্দেহে পিটুনি, ট্রাক খুলতেই বেরিয়ে এল লেবু
জানা গিয়েছে, যার গাড়িতে এদিন ষাঁড় পাচারের চেষ্টা করা হচ্ছিল তিনি হলেন সামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ওই তৃণমূল নেতার নাম আমির হোসেন। বাংলাদেশ সীমান্তে পাচারের পথে পিক আপ ভ্যানটিকে আটকায় পুলিশ। গাড়ি থেকে তিনটি ষাঁড় উদ্ধার হয়েছে। যদিও পুলিশি অভিযানের সময় পালিয়ে যায় ওই পিকআপ ভ্যানের চালক। ফলে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে গরু পাচারের অভিযোগ অস্বীকার করেছেন গাড়ির মালিক তথা সামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেন। তিনি দাবি করেছেন, কী উদ্দেশ্যে, কোথায় ষাঁড়গুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তিনি জানেন না। গাড়িটি তাঁর ঠিকই তবে গাড়ি কবে কোথায় ভাড়া দেওয়া হয় সেবিষয়টি তাঁর চালকই ভাড়া ঠিক করেন। যদিও পলাতক গাড়ি চালকের খোঁজ মেলেনি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সামসি এলাকায়।পুলিশের প্রাথমিক ধারণা, বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই ওই ষাঁড়গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, গরু পাচারের ঘটনায় সরব হয়েছে বিজেপি। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়া বলেন, ‘আমির বাবু গরু ব্যবসার সঙ্গে যুক্ত। যে তিনটি ষাঁড় পাচার করা হচ্ছিল সেগুলি সরকারি। আমরা জানতে পেরেছি বিহার এবং এই অঞ্চল থেকে সরকারি ষাঁড়, গরু রীতিমতো চুরি হয়ে যাচ্ছে। বাংলাদেশ সীমান্ত হয়ে পাচার হয়ে যাচ্ছে। আমরা চাই পুলিশ এই ঘটনার তদন্ত করুক। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচারকাণ্ডে তিহাড় জেলে বন্দি রয়েছেন। তাতে স্পষ্ট তৃণমূলের সব নেতারা গরু পাচারের সঙ্গে যুক্ত।’