সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বেড়েছে সাইবার ক্রাইম। অনলাইনের ব্যবহার যত বাড়ছে ততই সাইবার প্রতারণাও বেড়ে চলেছে। কখনও ঋণ পাইয়ে দেওয়ার নামে, কখনও বা টিকিট বুকিংয়ের নামে আবার প্যান কার্ড আপডেট করার নামে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। আর এবার সাইবার প্রতারণার শিকার হলেন জয়েন্ট বিডিও। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ৩ লক্ষ টাকা। নয়াগ্রাম ব্লকের যুগ্ম বিডিও প্রতারণা শিকার হয়েছেন। ঘটনায় তিনি থানায় অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন: নামী এই নায়িকার অন্তরঙ্গ ফোটো-ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে সাইবার ক্রাইম
কীভাবে হল প্রতারণা?
জানা যাচ্ছে, ওই আধিকারিক শেয়ারে বিনিয়োগ করতেন। এর জন্য বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি ছিলেন। সেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের মেসেজ আসত। মূলত শেয়ার বাজার সংক্রান্ত যাবতীয় মেসেজ এই গ্রুপে আসত। বিভিন্ন তথ্য গ্রুপের সদস্যরা শেয়ার করতেন। সেই তথ্য অনুসরণ করে আধিকারিকের বেশ লাভও হয়েছিল। তবে এরপরে ঘটে বিপত্তি। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি লিঙ্ক দেওয়া হয়। সেই লিঙ্কে ক্লিক করতেই তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন ।
জানা গিয়েছে, ওই আধিকারিক প্রায় ৩ লাখ ১৭ হাজার ২১৭ টাকা বিনিয়োগ করেছিলেন। তা তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু, সেই টাকা ফেরত দিতে অস্বীকার করে কর্তৃপক্ষ। তখন তিনি বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। সাধারণত প্রতারণার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো হলে সে ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া সম্ভব হয়। পুলিশের তৎপরতায় এখনও পর্যন্ত ২ লক্ষ ৭ হাজার টাকা ফেরত পেয়েছেন জয়েন্ট বিডিও। কোন কোন অ্যাকাউন্টে আধিকারিকের টাকা ঢুকেছিল তা খতিয়ে দেখার পর সেই সমস্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা সরাসরি আধিকারিকের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়।
এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। অনুমান করা হচ্ছে, এই ঘটনার পিছনে কোনও চক্র জড়িত থাকতে পারে। সে ক্ষেত্রে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি আধিকারিকের বাকি টাকা উদ্ধার করা কীভাবে সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে।