তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কোনও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত গ্রামবাসীরা নিজেরাই রুখলেন পুকুর ভরাট। পরে পুলিশ ও অভিযুক্ত অঞ্চল সভাপতি ঘটনাস্থলে আসলে তাঁদেরকে ঘিরে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। একইসঙ্গে প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন। বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি, আগেই অঞ্চল সভাপতিকে পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে, পুকুর ভরাটের অভিযোগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ‘পুকুর চুরি’র অভিযোগ তুলেছে বিজেপি।
আরও পড়ুন: বেআইনিভাবে জলাভূমি ভরাট করলেই কড়া পদক্ষেপ, নয়া নির্দেশিকা জারি করল সরকার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশাল পুকুরটি বাম আমলে সংস্কার হয়েছিল। স্থানীয় ঢেকো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সংস্কার কাজ হয়। সম্প্রতি ওই পুকুরের মালিকানা দাবি করেন তৃণমূলের অঞ্চল সভাপতি পুলক সিং। তারপরেই তিনি পুকুর ভরাটের কাজ শুরু করেন বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তুমুল আপত্তি জানান। সেই সময় তারা পুলিশ থেকে শুরু করে বিডিও, বিএলআরওর কাছে অভিযোগ জানান। গ্রামবাসীদের সেই অভিযোগের পর সেই সময় পুকুর ভরাটের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু, ফের বৃহস্পতিবার পে লোডার নিয়ে পুকুর ভরাটের কাজ শুরু হয়। তা দেখে ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ থামিয়ে দেন। পে লোডারকে ফিরে যেতে বাধ্য করেন। খবর পেয়ে সেখানে পুলিশ ও অভিযুক্ত তৃনমূল নেতা পুলক সিং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে আসেন। তবে তাঁদের ঘিরে তুমুল বিক্ষোভ করেন গ্রামবাসীরা। পরে স্থানীয় ঢেকো গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন এলাকাবাসীরা। এনিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতির।
এ বিষয়ে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী জানান, ‘পুকুরটি রেকর্ডে পুকুর বলে উল্লেখ নেই। তবে গ্রীষ্মের সময় মানুষের জল প্রয়োজন। তাই গ্রামের মানুষের স্বার্থে ওই পুকুর ভরাট না করার নির্দেশ দেওয়া হয়েছে।’ এদিকে, এই ইস্যু তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বিজেপি। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘তৃণমূল মানেই চোর। এখন ডাকাতি করছে। পুকুর চুরি করছে। মানুষ এবার নিজেরাই তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ছে।’ আগামীদিনে এই প্রতিবাদ আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।