কিছুদিন আগে আরজি কর ধর্ষণ হত্যা মামলায় রায়দান করেছে শিয়ালদা আদালত। তারই মধ্যে ফের রাজ্যে গণধর্ষণের অভিযোগ উঠল। দু’বছরের এক শিশুর সামনেই তার মাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মুখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় কয়েকজন যুবক মহিলার ওপর যৌন নির্যাতন চালায়। শিশুটি কান্নাকাটি করলেও কোনও লাভ হয়নি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণায় একটি গ্রাম্য এলাকায়। অভিযোগ মোট তিন যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। তবে পুলিশ ঘটনায় শুধু একজন যুবককে গ্রেফতার করতে পেরেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, একইদিনে অন্য এক জেলায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ায়।
আরও পড়ুন: কাউন্সিলরের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নাবালিকাকে মদ খাইয়ে গণধর্ষণ, ধৃত ৩
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় গণধর্ষণের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। সেই সময় মহিলা বাড়িতে একাই ছিলেন। তিনি দুবছরের শিশুকে নিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। তখন তিনজন যুবক রাত ১২টা নাগাদ দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তিনজনের মুখে কাপড় দিয়ে বাঁধা ছিল। এরপর যুবকরা মহিলাকে তাকে ভয় দেখিয়ে গণধর্ষণ করে। সেই সময় শিশু কান্নাকাটি করতে শুরু করে। ধর্ষণের পর তিন যুবক মহিলাকে কাউকে কিছু না বলার জন্য খুনের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে মহিলা বিষয়টি ফোনে জানান তার স্বামীকে। পরে স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পরে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ইতিমধ্যে ওই মহিলা বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন।
জানা যায়, ঘটনার রাতেই সেখানে এক পুলিশকর্তাও যান। এবিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক মহিলার প্রতিবেশী। বৃহস্পতিবার ওই যুবককে আদালতে পেশ করা হয়। বিচারক যুবকের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
এদিকে, গ্রামীণ হাওড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শিশুটি রাস্তায় খেলছিল। তখন যুবক তাকে প্রলোভন দেখিয়ে একটি নবনির্মিত বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুর যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। শিশুর গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরে শিশুর কাছ থেকে পুরো বিষয়টি জানতে পেরে অভিভাবকরা পুলিশের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতে পকসো মামলায় মামলা রুজু করেছে পুলিশ।