এবার খোদ শিক্ষকের বিরুদ্ধেই ভয়াবহ অভিযোগ। কলেজ ছাত্রীকে তিনি নোংরা ইঙ্গিত করেছেন বলে অভিযোগ। মুর্শিদাবাদের একটি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়ার হাজি একে খান কলেজের শিক্ষক। তার বিরুদ্ধে এবার সরব ছাত্রীরা। কলেজের অধ্য়ক্ষের কাছেও ওই ছাত্রীরা নালিশ জানিয়েছেন।
ছাত্রীদের দাবি ওই শিক্ষক শিক্ষা বিষয়ের শিক্ষক। তাদের দাবি সম্প্রতি এক ছাত্রী কলেজের ক্লাসের একেবারে পেছনের বেঞ্চে বসে গল্প করছিল। এদিকে ক্লাস চলার সময় তিনি ওই ছাত্রীর গায়ে অন্য়ভাবে হাত দেন। ওই ছাত্রী এরপর দ্রুত সরে যায়। এরপরই ওই শিক্ষক ছাত্রীকে কার্যত হুমকি দেন বলে অভিযোগ। ফল ভুগতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন।
এমনকী সঙ্গ দিলে প্র্য়াক্টিক্যালে নম্বর বাড়িয়ে দেওয়ারও আশ্বাসও দেন ওই শিক্ষক। আর কথা না শুনলেই ফেল করিয়ে দেওয়ার হুমকি। কলেজে কর্তৃপক্ষের কানে এসব কথা গেলেও ফেল করিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। তবে এবার চুপ থাকতে রাজি নন ছাত্রীরা। এবার গোটা ঘটনা তারা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন। এবার কলেজ কর্তৃপক্ষ আদৌ কোনও ব্যবস্থা নেয় কি না সেটাই দেখার। তবে ওই অধ্যাপকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কলেজ কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।