বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার সৌরভের বিরুদ্ধে জমি দখল করে স্কুল তৈরির অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির

এবার সৌরভের বিরুদ্ধে জমি দখল করে স্কুল তৈরির অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির

আলিপুরদুয়ারে আদিবাসীদের জমি দখল করে স্কুল তৈরির অভিযোগ উঠছে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধ (নিজস্ব চিত্র)

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব।

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতৃত্ব। আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীও এনিয়ে সরব হয়েছেন। এমনকী জেলাশাসকদের কাছে এনিয়ে চিঠিও পাঠিয়েছেন তিনি। এবার সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে পালটা জমি দখল করে স্কুল তৈরির অভিযোগ তুললেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। মঙ্গলবার তিনি রীতিমতো সাংবাদিক বৈঠক করে সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছেন। পাশাপাশি তাঁর দাবি আদিবাসীদের জমি দখল করে স্কুল বানিয়েছেন সৌরভ চক্রবর্তী। জমি না ফেরালে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিন সৌরভ চক্রবর্তী বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা দুটি বাড়ি বানাচ্ছেন। একটি চা বাগানের মধ্যে। অপরটি বাগানের বাইরে। দুটি জমিই সরকারি জমি। এটা পরিষ্কার হওয়া দরকার, তদন্ত হোক, তিনি এভাবে বাড়ি বানাতে পারেন কি না। অপর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়েও মানুষ অভিযোগ তুলেছেন।’

বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, 'আলিপুরদুয়ারের সাংসদ ও কোচবিহারের সাংসদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। আমরা বলছি এগুলি ভিত্তিহীন অভিযোগ। আমরা বলছি সৌরভ চক্রবর্তীর স্কুল যে জমিতে চলছে তার উত্তর আগে দিতে হবে। তারপর আমরা উত্তর দেব। রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই যে আদিবাসীদের জমি দখল করে ওখানে স্কুল তৈরি করা হয়েছে, সেই স্কুলকে অবিলম্বে ভেঙে সেই আদিবাসী পরিবারকে ফিরিয়ে দেওয়া হোক। যদি এটা না হয় তবে আগামী দিনে আমরা আন্দোলন করব।' তবে এব্যাপারে সৌরভ চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

বন্ধ করুন