বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হাওড়ার তৃণমূলের সংখ্যালঘু নেতা খুনের অভিযোগ উঠল দলেরই নেত্রীর বিরুদ্ধে

হাওড়ার তৃণমূলের সংখ্যালঘু নেতা খুনের অভিযোগ উঠল দলেরই নেত্রীর বিরুদ্ধে

হাওড়ায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা ওয়াজুল খান। ফাইল ছবি।

সেই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার নিজের বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন হাওড়ার তৃণমূলের সংখ্যালঘু ছেলের নেতা ওয়াজুল খান। সেই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দাবি, তাঁরা সরাসরি এই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল। তবে পুলিশের সেই দাবি মানতে রাজি নন ওয়াজুলের পরিবারের লোকেরা। এবার এই খুনের ঘটনায় জেলারই এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন তাঁর পরিবারের লোকেরা।

সামনেই রয়েছে পুরভোট। তার আগে তৃণমূলের অভ্যন্তরেই এরকম দ্বন্দ্ব তৈরি হওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল। যাঁর বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে সেই তৃণমূল নেত্রীর নাম হল মালতি রায়। তিনি মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নেত্রী। পরিবারের লোকেদের অভিযোগ, তিনি ট্যাঙ্কার মালিকদের কাছ থেকে জোর করে প্রচুর পরিমাণে তোলাবাজি করছিলেন। কিন্তু তাঁর সেই তোলাবাজিকে মোটেই ভালোভাবে নেননি ট্যাঙ্কার মালিকরা। এই তোলাবাজিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্যাঙ্কার মালিকরা। ঘটনার তাঁরা প্রতিবাদ করেন। তাঁরা নিজেদের অভিযোগ জানান ওয়াজুল খানকে। এরপরেই ট্যাঙ্কার মালিকদের পক্ষে সওয়াল করেন ওয়াজুল।

তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করার পরেই নিজের বাড়ির কাছে আসামাত্রই কয়েকজন দুষ্কৃতী সোমবার রাতে তাঁকে গুলি করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যদিও এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী মালতি রায়। ইতিমধ্যেই মৃতের পরিবারের লোকেরা জেলা নেতৃত্বের কাছে বিষয়টি জানিয়েছেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। একইসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে এই খুনের অভিযোগ এনেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই খুনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.