বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দোকানে স্লিপ দিয়ে নিজের বাড়ি থেকে রেশন দিচ্ছেন ডিলার!দুর্নীতির অভিযোগে বিক্ষোভ

দোকানে স্লিপ দিয়ে নিজের বাড়ি থেকে রেশন দিচ্ছেন ডিলার!দুর্নীতির অভিযোগে বিক্ষোভ

শান্তিপুরে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। নিজস্ব ছবি।

স্থানীয়দের প্রশ্ন, এখন দুয়ারে রেশন চালু হয়েছে তারপরও তারা কেন এক জায়গায় স্লিপ আরেক রেশনের জন্য যেতে হবে তাদের!

মানুষের সুবিধার্থে দুয়ারে রেশন চালু করেছে রাজ্য সরকার। তারপরেও বহু ডিলার দুয়ারে গিয়ে রেশন পরিষেবা দিচ্ছেন না। ফলে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। এবার দুয়ারে রেশন চালু সহ ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করলেন নদীয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গবার চর এলাকার বাসিন্দারা। এছাড়াও, রেশন ডিলারের বিরুদ্ধে পাঁচ মাস ধরে রেশন দোকান বন্ধ রেখে নিজের বাড়ি থেকেই রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই অবস্থায় দুর্নীতির গন্ধ পাচ্ছেন অনেকেই।

স্থানীয়দের অভিযোগ, টানা পাঁচ মাস রেশন দোকান বন্ধ রয়েছে। দোকান থেকে আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে, স্লিপ দেওয়া হচ্ছে অথচ রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে ডিলারের বাড়ি থেকে। ওয়ার্ডের বাসিন্দা তরুণ মিত্রের অভিযোগ, ‘ওই রেশন ডিলারের কাছ থেকে ঠিকমত পরিষেবা পাওয়া যায় না। টানা পাঁচ মাস ধরে বন্ধ রেখেছে রেশনের দোকান। মাঝেমধ্যে রেশনের দোকান খুললেও সেখান থেকে কোন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় না। শুধুমাত্র স্লিপ দিয়ে দেওয়া হয় সেখান থেকে। সেই স্লিপ সংগ্রহ করার পর তার বাড়ি গিয়ে প্রাপ্য মাল নিতে হয়। ফলে হয়রানির স্বীকার হয় সাধারণ মানুষকে।’

স্থানীয়দের প্রশ্ন, এখন দুয়ারে রেশন চালু হয়েছে তারপরও তারা কেন এক জায়গায় স্লিপ আরেক রেশনের জন্য যেতে হবে তাদের! তাদের দাবি, অবিলম্বে তা বন্ধ করে দুয়ারে রেশন চালু করতে হবে। যদিও এই অভিযোগ মানতে চাননি রেশন ডিলার। তার দাবি, যেহেতু তার বাবার নামে রেশন লাইসেন্স রয়েছে সেই কারণে তিনি কিছুতেই ওই দোকান থেকে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারেন না। তাই আপাতত বাড়ি থেকে রেশনের মাল বিতরণ করছেন।

বন্ধ করুন