প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। তার জেরেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ। অভিযোগ টাকার বিনিময়ে ব্যাপারটি মিটমাট করে নিতে নির্যাতিতার পরিবারকে চাপ দেন প্রধান শিক্ষক। মঙ্গলবার স্কুল খুলতে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের তালাবন্ধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
তুফাগঞ্জের শিকারপুরের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের একটি সরকারি প্রাথমিক স্কুলের ঘটনা। অভিযোগ প্রথম শ্রেণির ওই পড়ুয়াকে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন এক শিক্ষক। এর জেরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তখন তাকে ঘটনার কথা কাউকে না জানাতে বলে হুমকি দেন অভিযুক্ত। বাড়িতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি। তখন সে বাবা - মাকে ঘটনার কথা জানায়। এরই মধ্যে স্কুলে পড়ে যায় পুজোর ছুটি।
নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি, এর পর বিষয়টি মিটমাট করতে নিজের বাড়িতে শালিসি সভা ডাকেন স্কুলের প্রধান শিক্ষক। সেখানে অভিযুক্ত শিক্ষকের তরফে টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।
মঙ্গলবার স্কুল খুললে ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। শিক্ষকদের তালাবন্ধ করে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। তারা গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে শিক্ষকদের উদ্ধার করে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা।