বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়তেই খেজুরি, পটাশপুরে তৃণমূল কার্যালয় দখল, ভাঙচুরের অভিযোগ

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়তেই খেজুরি, পটাশপুরে তৃণমূল কার্যালয় দখল, ভাঙচুরের অভিযোগ

খেজুরির বীরবন্দরে উত্তেজনা। ছবি :‌ সংগৃহীত

অভিযোগ, রাতেই খেজুরিতে বাইক মিছিল করে বিজেপি। মিছিল থেকে বাজি ফাটানো হয়েছে বলে জানা গিয়েছে।

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়তেই অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি ‌ও পটাশপুর। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি দখল করার অভিযোগ উঠল বিজেপি–র বিরুদ্ধে। অভিযোগ, রাতেই খেজুরিতে বাইক মিছিল করে বিজেপি। মিছিল থেকে বাজি ফাটানো হয়েছে বলে জানা গিয়েছে। আর শনিবার সকালে দেখা তৃণমূল কার্যালয় থেকে তৃণমূলের পতাকা বের করে ছিড়ে ফেলে সেই জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপি–র দলীয় পতাকা। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

শুক্রবার রাতের অন্ধকারে খেজুরির বীরবন্দরের একাধিক জায়গায় দলীয় কার্যালয় ভাঙচুর করে দখল করেছে বিজেপি–র কর্মী–সমর্থকরা। এমনই অভিযোগ তুলেছে শাসকদল। অভিযোগ, পাটনা, কুণ্ঠিবাড়ি, আলিচকে তৃণমূলের কার্যালয় দখল হয়ে গিয়েছে। আর এর প্রতিবাদে শনিবার সকাল থেকে মিঞা রোড–সহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। তাদের দাবি, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। যদিও বিজেপি–র পাল্টা অভিযোগ, ফের খেজুরিকে অশান্ত করার একটা চক্রান্ত করছে তৃণমূল। বিজেপি কর্মী–সমর্থকদের এই ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে শাসকদল।

এদিকে, খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডল অভিযোগ করে জানিয়েছেন, ‘‌শুক্রবার রাতে খেজুরির বীরবন্দর এলাকায় বেশ কিছু জায়গায় বিজেপি–র কর্মী–সমর্থকরা ভাঙচুর চালায়। একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। বোমাবাজিও করেছে। এ ব্যাপারে ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে। খেজুরির মানুষ এর আগে অনেক অত্যাচার দেখেছে। আর অত্যাচার মানবে না ওঁরা।’‌ স্থানীয় বিজেপি নেতা তাপস দলুই বলেন, ‘‌বিজেপি কোনও দখলদারির রাজনীতিতে বিশ্বাস করে না। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে তারাই এতদিন দখলদারির রাজনীতি করে এসেছে। রঞ্জিতবাবু মিথ্যা অভিযোগ করছেন।’‌

অন্যদিকে, পটাশপুরের নিরঞ্জন মার্কেট এলাকায় একটি তৃণমূলের দলীয় কার্যালয় দখল করে ‘‌বিশ্রামাগার’‌ সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পটাশপুরের তৃণমূল নেতা প্রভুরাম দাস জানিয়েছেন, ‘‌ওটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল। এখনও পার্টি অফিসই আছে। কিন্তু শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর কয়েকজন সমাজবিরোধী সেখানে ‘‌বিশ্রামাগার’‌ সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে বলে শুনেছি।’‌ যদিও বিজেপি নেতা গোপাল সাহুর অভিযোগ, ‘‌সাধারণ মানুষের ১০০ দিনের টাকা চুরি করে এখানে পার্টি অফিস করেছে তৃণমূল। এখানে তৃণমূল বলতে কিছু নেই। সাধারণ মানুষই ক্ষোভে এই ‘‌বিশ্রামাগার’‌ সাইনবোর্ড টাঙিয়েছে।’‌

বাংলার মুখ খবর

Latest News

Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.