ভাঙড়ে এবার আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলামের হিন্দু অনুগামীরা। আরাবুল ইসলামের সঙ্গে পঞ্চায়েত সমিতিতে যাওয়ায় মঙ্গলবার তাদের ওপর শওকত মোল্লার অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বাড়ি। পড়ে একের পর এক বোমা। এই ঘটনায় মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করেন আক্রান্তরা।
জেলমুক্তির পর গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমবার ভাঙ্গড় ২ নম্বর ব্লক অফিসে যান। আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধে মঙ্গলবার দুপুরে কাঁটাতলা উত্তরপাড়া এলাকায় আরাবুল ইসলামের একাধিক হিন্দু অনুগামীদের বাড়িতে হামলা চালায় শওকত মোল্লার অনুগামীরা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। কোনও ক্রমে পালিয়ে বাঁচেন বাড়ির পুরুষ সদস্যরা। এমনকী বাড়িতে ফিরলে তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
আরাবুল অনুগামী স্বপন মণ্ডল বলেন, ‘আমি সোমবার আরাবুল সাহেবের সঙ্গে পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলাম। সেজন্য মঙ্গলবার শওকত মোল্লার অনুগামীরা আমার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। আমি তখন বাড়ি ছেড়ে পালাই। আমাকে খুন করার হুমকি দিয়ে গিয়েছে।’
আরাবুল ইসলাম বলেন, ‘আমি হাইকোর্টের নেতৃত্বে পঞ্চায়েত সমিতিতে গিয়েছি। হাজার হাজার মানুষ আমাকে স্বাগত জানিয়েছেন। তার পরেও শওকত মোল্লার পাঠানো কিছু দুষ্কৃতী মত্ত অবস্থায় আমাকে অকথ্য গালিগালাজ করেছে। আমার প্রয়াত মা বাবাকেও বাদ দেয়নি। এখন আমার অনুগামীদের ওপর হামলা চালাচ্ছে। দল আমাকে যেরকম নির্দেশ দিয়েছে আমি তেমন ভাবে চলছি। তার পরেও কেন হামলা হবে? আমি প্রশাসনকে বিষয়টা দেখতে বলব।’