বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১৪ লাখ টাকা। পুরসভার নিজস্ব অ্যাকাউন্ট থেকে কে বা কারা টাকা তুলে নিল তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে টাকা তোলা হয়েছে। সব মিলিয়ে ১৪ লক্ষ ৪০ হাজার টাকা তোলা হয়েছে। এনিয়ে তিনটি চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছে। এদিকে পুরসভার দাবি, যে চেক দিয়ে টাকা তোলা হয়েছে তা ইস্যু করেনি পুরসভা। তাহলে সেই চেক দিয়ে টাকা উঠল কীভাবে?
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ইতিমধ্য়েই থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি যে নম্বরের চেক দিয়ে টাকা তোলা হয়েছে সেগুলি এখনও পুরসভার চেকবুকে রয়েছে। তাহলে সেই চেকে টাকা তোলা হল কীভাবে?
এদিকে বালুরঘাট থানা, জেলাশাসক, জেলা পুলিশ সুপারকেও গোটা ঘটনা জানিয়েছে পুরসভা। ব্যাঙ্ককেও জানানো হয়েছে। একদিন সময় দেওয়া হয়েছে। তার মধ্য়ে টাকা ফেরত না এলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে ব্যাঙ্কও গোটা বিষয়টি বুঝতে পারছে না। তারা তাদের উপরমহলে গোটা বিষয়টি জানিয়েছে। কারণ তাদের দাবি তাদের শাখায় এই ধরনের অনিয়মের কোনও ঘটনা হয়নি। তাহলে হল কীভাবে? উঠছে প্রশ্ন।