বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sucharita Biswas: নগ্ন ছবি দেখাল…অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের বাড়িতে হামলা, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ

Sucharita Biswas: নগ্ন ছবি দেখাল…অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের বাড়িতে হামলা, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ

অভিনেত্রী সুচরিতা বিশ্বাস। সংগৃহীত ছবি

সেই সময় বাড়িতে ছিলেন না সুচরিতা। হামলা চালানোর অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে।

টলিউড অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ। তাঁরই প্রাক্তন স্বামী আরও দুই মহিলাকে নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর পরিবার। এদিকে এই হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই এনিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু কেন সুচরিতার বাড়িতে এভাবে হামলা হল?

অভিনেত্রীর মা কল্পনা বিশ্বাসের দাবি, বুধবার বিকাল ৫টা নাগাদ প্রথম দুজন মহিলা এসেছিল। বলছিল আমরা পার্লার থেকে এসেছি। সুচরিতার বান্ধবী বলে পরিচয় দিয়েছিল। এরপর তারা বলে নীচে আসুন। দরকার আছে। আমি বলেছিলাম সুচরিতা নেই। তবু আমায় ওরা ডাকে। এরপর আমাকে কিছু নগ্ন ছবি দেখিয়ে বলল দেখ তোর মেয়ে এসব নোংরা কাজ করে। এরপর নোংরা ভাষায় আমায় অপমান করল। আমি কিছু বুঝতে পারছিলাম না। এরপর বোতল ভেঙে আমায় গলায় ধরে বলল, মেয়েকে অ্য়াসিড দিয়ে পোড়াব। এরপর দরজা ভেঙে ওরা ঢুকল। আমি ওদের পায়ে ধরল।আমার মনে হয় ওটা অন্য কারোর নগ্ন ছবি।

দশ বছর আগে পিনাকি মজুমদারের সঙ্গে বিয়ে হয়েছিল আমার মেয়ের। কিন্তু ৯ বছর হল ওদের মিউচুয়াল ডিভোর্স হয়ে গিয়েছিল। আমি ওদের শাস্তি চাইছি। দাবি সুচরিতার মায়ের

অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের দাবি, আমি বাড়িতে ছিলাম না সেদিন। অনেক বছর আগে পিনাকি মজুমদারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি ওর মাকে ফোন করিনি। ওদের কারোর নম্বর আমার কাছে নেই। এসে আমার মাকে চুলের মুঠি ধরে মারল। আমার মার কাছ থেকে ফোন নিয়ে কেড়ে নিয়েছিল। আমাদের কাছ থেকে জোর করে চেক নিয়েছিল। কিন্তু সেই চেক ভাঙিয়ে তারা টাকা তুলতে পারেনি। সেকারণে আবার আমাদের বাড়িতে হামলা চালিয়েছিল। ছেলেটাকে ধরলেই সব বোঝা যাবে।

সূত্রের খবর, আসলে ২০১১ সালের নরেন্দ্রপুরের শ্রীনগরের বাসিন্দা পিনাকি মজুমদারের সঙ্গে সুচরিতার বিয়ে হয়েছিল। ২০১৫ সালে তাদের মিউচুয়াল ডিভোর্স হয়েছিল। আর গত ১০ তারিখ সেই পিনাকি ওরফে সানাই লোকজন নিয়ে এসে সুচরিতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। অভিনেত্রীর বাবাকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে জোর করে দুলক্ষ টাকার চেক লিখিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা ভাঙাতে পারেননি পিনাকি। আর তারপরের দিন ফের হামলা চালানো হয়েছে বলে সুচরিতার দাবি। তবে এই ঘটনায় অভিযুক্ত পিনাকির কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

বন্ধ করুন