পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বিভিন্ন দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। দলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের ৩ নম্বর শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় আহত হয়েছেন বুথ সভাপতি। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। অভিযোগ, সরকারি ভাতা নিয়ে ঝামেলার সূত্রপাত। সেই ক্ষোভে বুথ সভাপতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তাঁর দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে বোঝা যাবে তিনি মারধরের ঘটনার সঙ্গে জড়িত আছেন কিনা। প্রসঙ্গত, অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের নাম ভগবান মাইতি এবং বুথ সভাপতির নাম নবীন মৈশাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুথ সভাপতি নবীন মৈশালকে গ্রাম পঞ্চায়েতের অফিসের ভিতরে মারধর করা হয়েছে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান তাঁকে মারধর করেন। এর ফলে আহত হন বুথ সভাপতি। এদিকে, মারধরের খবর পেয়ে সেখানে ছুটে আসেন পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং কর্মীরা। তাঁরা আহত অবস্থায় বুথ সভাপতিকে হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন। আহত অবস্থায় বুথ সভাপতিকে ভরতি করা হয় মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতালে। এক পঞ্চায়েত সদস্যের অভিযোগ, পঞ্চায়েত প্রধান বুথ সভাপতির ওপর চড়াও হয়েছিলেন এবং মারধর করেছিলেন। যদিও ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে দলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূলের দুষ্কৃতীরা পঞ্চায়েত দাপিয়ে বেড়াচ্ছে। ভোট যত এগিয়ে আসছে ততই লুটপাট বাড়ছে। ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট চলছে। টিকিট পাওয়া নিয়ে গন্ডগোল আরও বাড়বে।’ যদিও বিজেপির মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন প্রধান এই অভিযোগ কিছুটা হলেও স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ‘একটি বড় সংসারে সাময়িক সমস্যা থাকতে পারে। তবে তা শীঘ্রই মিটে যাবে। এতে বিজেপির আনন্দ হওয়ার কিছু নেই।’ পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। কী হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup