তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ মাঝেমধ্যেই তোলেন বিরোধী নেতৃত্ব। তবে এর উলটোটা অভিযোগটাও আছে এই বাংলাতেই। এবার বিজেপি নেতার বিরুদ্ধেই উঠেছে কাটমানি খাওয়ার অভিযোগ। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১ ব্লকের বড়কলা-৭ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য় রঞ্জিত রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গোকুলপুর এলাকা থেকে পুলিশ তাকে পাকড়াও করে।
তবে এই দুর্নীতির অভিযোগ একেবারেই মানতে চাননি রঞ্জিত। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশত এই গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চক্রান্তর গন্ধ পাচ্ছেন তারা।
বিজেপি নেতৃত্বের দাবি, নামের ভুল বোঝাবুঝির জেরে একজনের টাকা অন্য়জনের অ্য়াকাউন্টে চলে গিয়েছিল। পরে সেই টাকা ফেরৎও দেওয়া হয়। বিডিও গোটা ঘটনা জানতেন। তারপরেও পঞ্চায়েত ভোটের মুখে দলের ইমেজকে কালিমালিপ্ত করার জন্য় এসব করা হচ্ছে। পুরানো একটি ঘটনাকে এভাবে সামনে আনা হচ্ছে।
এদিকে এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। তৃণমূলও এনিয়ে বিজেপিকে কোণঠাসা করতে ময়দানে নেমে পড়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, একজনের প্রাপ্য টাকা অন্য়জনকে দেওয়া হয়েছিল। সেটা তো বেআইনী। কাটমানির কালচার রয়েছে বিজেপির। এদিকে বিজেপির পালটা দাবি, তৃণমূলের মধ্যেই এই কালচার রয়েছে। পুরানো একটি ঘটনাকে আনা হচ্ছে।