পূর্ব বর্ধমানের আদড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জব কার্ড দেওয়ার ক্ষেত্রেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত গলসি এলাকায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড গোটা এলাকায়। মঙ্গলবার রাতে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁর বাড়ির সামনেও চলে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে অনেকেরই কাজ গিয়েছে। ১০০ দিনের কাজের উপরই ভরসা করছেন অনেকে। এদিকে জব কার্ড এলেও সেই কার্ড পঞ্চায়েত প্রধান আটকে রেখেছেন। কার্ড চাইতে গেলে টাকা চাওয়া হচ্ছে বলেও গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন। এরপরই মঙ্গলবার রাতে গ্রামবাসীদের ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। তুমুল বিক্ষোভ দেখানো শুরু করেন গ্রামবাসীরা। বিডিও ও পুলিশ গিয়ে আশ্বাস দিলে বিক্ষোভ কিছুটা কমে। এদিকে দুর্নীতির অভিযোগ মানতে চাননি সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান।
তবে গোটা ঘটনা নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও চরমে উঠেছে। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের দাবি, নানা রকম অনিয়মের সঙ্গে যুক্ত শাসকদলের একাংশ। এবার গ্রামবাসীরাই সেই অভিযোগ তুলছেন। তবে শাসকদলের লোকজন দুর্নীতির অভিযোগ মানতে চাননি। গোটা বিযয়টি নিয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন। প্রশাসনিক আধিকারিকরাও এনিয়ে খোঁজখবর করা শুরু করেছেন। বাস্তবে কেউ এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে।