বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ৫ মাস আগে 'অপহরণ,' দিল্লি থেকে উদ্ধার মালদার ছাত্রী

৫ মাস আগে 'অপহরণ,' দিল্লি থেকে উদ্ধার মালদার ছাত্রী

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ (প্রতীকী ছবি) (HT_PRINT)

পুলিশ জানিয়েছে পরবর্তী সময়ে ওই কিশোরীকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হয়ে গিয়েছিল দশম শ্রেণির এক ছাত্রী। মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা ওই কিশোরীর খোঁজ মিলছিল না কিছুতেই। এরপর পুলিশ জানতে পারে মালদার বেজপুরা এলাকার বাসিন্দা বছর ২৫শের যুবক কাশিম আলি ওই কিশোরী অপহরণ করেছে। এরপর পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। শেষ পর্যন্ত গোপন সূত্রে পুলিশ খবর পায় দিল্লির গুরগাঁও এলাকায় ওই কিশোরীকে রাখা হয়েছে। এরপর পুলিশের একটি টিম হরিশ্চন্দ্রপুর থেকে দিল্লিতে যায়। সেখানে গুরগাঁও পুলিশের সহযোগিতায় অভিযানে নামে পুলিশ। এরপর গুরগাঁও এলাকা থেকে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এর সঙ্গে অভিযুক্ত যুবককেও পুলিশ গ্রেফতার করেছে। এদিকে গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

প্রাথমিকভাবে ওই কিশোরীকে হোমে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে পরবর্তী সময়ে ওই কিশোরীকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে অভিযুক্ত যুবককে চাঁচল মহকুমা আদালতেও তোলা হয়েছিল। ওই যুবককে আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।এদিকে কেন ওই যুবক কিশোরীকে অপহরণ করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। 

বন্ধ করুন