গঙ্গাসাগরে একেবারে সাজো সাজো রব। চারদিক থেকে হাজির হচ্ছে ভক্তরা। একটি করে ট্রেন আসছে আর তাতে একেবারে ভয়াবহ ভিড়। তবে বেশিরভাগ লোকজন কাকদ্বীপেই নেমে যাচ্ছেন। বাকি যাঁরা রয়েছেন তাঁরা নামখানাতে। এদিকে সেই ভিড়ে সবাই কি ভক্ত?
একেবারেই নয়। সেই ভিড়েই মিশে থাকছে পকেটমারের দল। ছিনতাইবাজের দল। সূত্রের খবর, কেবলমাত্র পুরুষ পকেটমার নয়, একাধিক মহিলা পকেটমারও আসে এই সময়। এমনকী কমবয়সি যাদের সেভাবে সন্দেহ করা হয় না তাদেরকেও এই কাজে নামানো হয় বলে অভিযোগ।
এদিকে স্টেশনে, বাস টার্মিনাসে পুলিশ, জিআরপি, আরপিএফ, সাদা পোশাকের পুলিশ কড়া নজর রেখেছে। এমনকী ভক্তদের জন্য় যে তাঁবু করা হয়েছে তাতে যাতে কোনও পকেটমার, বা ছিনতাইবাজ না থাকে সেটাও দেখছে পুলিশ।
এসবের মধ্য়েই গঙ্গাসাগরে এক পূণ্যার্থীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করে পালাল ছিনতাইকারীরা। পরে ব্যাগ ও কিছু কাগজপত্র তিনি পেয়েছেন। কিন্তু টাকা গেল কোথায়? উলুবেড়িয়া থেকে তিনি এসেছিলেন। উলুবেড়িয়ার জগরামপুর বাঁশবেড়িয়া এলাকার বাসিন্দা তিনি। সেখানকার একটা আশ্রম থেকে তিনি অন্তত ১৫০জন ভক্তকে নিয়ে এসেছিলেন গঙ্গাসাগরে। কপিলমুনির আশ্রমের কাছেই শৌচাগারে যাচ্ছিলেন তিনি। সেই সময় এক ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে এভাবে পূণ্যতীর্থ গঙ্গাসাগরে এসে সব খুইয়ে কার্যত পথে বসে পড়েছেন তিনি। হাউ হাউ করে কাঁদতে থাকেন ওই প্রৌঢ়।
এদিকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চারদিকে পুলিশের নজরদারি। তার মধ্যেই খোয়া গেল তিন লাখ। একেবারে ভয়াবহ ঘটনা। এদিকে মঙ্গলবার পূণ্যস্নান। তার আগে এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জের মুখে পুলিশ।
এদিকে প্রতিটি ক্ষেত্রে রয়েছে পুলিশি নজরদারি। একেবারে কড়া নজরদারি রাখা হচ্ছে। বিভিন্ন মোড়ে দেখা যাচ্ছে সিভিক ভলান্টিয়ারদের। তারাও ভিড় সামলাচ্ছেন। পুলিশ কর্তারাও রয়েছেন নজরদারিতে। সিসি ক্যামেরার মনিটরে চোখ রেখে বসে থাকছেন পুলিশ কর্মীরা। কোথাও কোনও আপত্তিকর মনে হলেই সতর্ক করা হচ্ছে।
এসবের মধ্যেই ছিনতাই।তবে শুধু মেলার ভিড়েই নয়, ট্রেনেও ভিনরাজ্যের ভক্তদের টার্গেট করতে পারে ছিনতাইবাজরা। সেকারণে খুব সাবধান। ইতিমধ্যেই মোকামা এক্সপ্রেস থেকে আরপিএফ বিহারের তিনজনকে গ্রেফতার করেছে। তাদের নাম শম্ভু পাসোয়ান, গোবিন্দ মাহাতো ও মহম্মদ ইরফান।তারাও গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল বলে খবর। তার আগেই আরপিএফ তাদের পাকডা়ও করে। তারা গঙ্গাসাগরে আসার পথে পাঁচজনকে অজ্ঞান করে সর্বস্ব লুঠ করেছে বলে অভিযোগ।