পুরভোটের উত্তাপে ফুটছে শিলিগুড়ি। তার মধ্যেই শহর শিলিগুড়ি থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে নকশালবাড়িতে ভয়াবহ ঘটনা।নকশালবাড়ির রথখোলায় একটি বন্ধ হোটেলের পাশ থেকে উদ্ধার হয়েছে কিশোরীর বস্তাবন্দি দেহ। বাসিন্দাদের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গোটা ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। প্রমাণ লোপাটের জন্যই তাকে খুন করা হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। এদিকে এই ঘটনায় স্থানীয় এক চা বিক্রেতা তথা বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এনিয়ে চাপানউতোর তুঙ্গে উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা থেকেই ওই কিশোরীর সন্ধান মিলছিল না। রাতের দিকে পাড়া প্রতিবেশী, পাড়ার লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এরপর হোটেলের গা ঘেঁষে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। নকশালবাড়ি থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকেই এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। উত্তেজিত জনতা ইতিমধ্যেই অভিযুক্ত জগদীশ ব্যাপারীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে খবর, মেয়েটির বয়স মাত্র ১৪ বছর। বাসিন্দাদের দাবি,মঙ্গলবার সন্ধ্যাতেও ওই চায়ের দোকানে মেয়েটিকে দেখা গিয়েছে। আর তারপরই এই হাড়হিম করা ঘটনা। নাবালিকার মাথার ডানদিকে আঘাতের চিহ্ন আছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয় এক বাসিন্দার দাবি,নাবালিকাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। অভিযুক্ত ব্য়ক্তি বিজেপির কর্মী। তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য পাওয়া যায়নি।