বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাতে শুভেন্দুর সভাস্থলে ঝামেলার অভিযোগ, মিটিং হবে? কাল শক্তি পরীক্ষায় TMC-BJP

রাতে শুভেন্দুর সভাস্থলে ঝামেলার অভিযোগ, মিটিং হবে? কাল শক্তি পরীক্ষায় TMC-BJP

ডায়মন্ডহারবারে শুভেন্দু অধিকারীর মিটিংয়ের প্রস্তুতি

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সভা ওখানেই হবে। ট্রাকের উপর দাঁড়িয়েও সভা হবে। আসলে তৃণমূল ভয় পেয়ে এসব করছে।

শনিবার বাংলার দুই প্রান্তে হাইভোল্টেজ সভা। ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড়ে সভা করবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে কাঁথিতে শুভেন্দুর গড়ে সভা করবেন অভিষেক। আর গভীর রাতে শুভেন্দুর প্রস্তাবিত সভাস্থলে ঝামেলা পাকানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঠিক কী অভিযোগ তুলছেন বিজেপি নেতৃত্ব?

বিজেপি নেতৃত্বের অভিযোগ আদালতের নির্দেশকে সঙ্গে নিয়েই আমরা সভা করতে এসেছি। কিন্তু সেখানেও ঝামেলা পাকাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতৃত্বের দাবি, ডায়মন্ডহারবারে লাইট হাউজ মাঠে সভার প্রস্তুতি চলছিল। সেই মতো মঞ্চ তৈরি করা হয়েছে। চেয়ারের গাড়ি এসেছিল। নেতারাও মাঠে ছিলেন। এরপরই সন্ধ্যা থেকে শুরু হয় তৃণমূলের হুমকি। এরপর রাতে মাঠে চেয়ারের গাড়ি এসেছিল। খাবারের গাড়িও এসেছিল মাঠে। তখনই তৃণমূলের লোকজন মাঠে চলে আসে। তারা চেয়ারের গাড়িকে মাঠ থেকে বের করে দেয় বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। মাঠে যে বিজেপি নেতৃত্ব ছিলেন তাদেরও বের করে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি,মাঝরাতে ওরা মাঠে তাণ্ডব চালাতে পারে। এনিয়ে ডেকরেটরের লোকজনও সমস্যায় পড়ে গিয়েছেন।

বিজেপির এক জেলা নেতার দাবি, সন্ধ্য়াবেলা প্রথমে একটা টিম ঢুকল। প্রথমে তারা হুমকি দেয়। এরপর রাতে আবার তৃণমূলের একটি টিম এসে আমাদের হুমকি দিল। আমাদের চেয়ারের গাড়িকে ওরা সরিয়ে দিয়েছে। খাবারের গাড়িতে সরিয়ে দিয়েছে। আমরা মাঠে ছিলাম। আমাদেরও চরম হেনস্থা করেছে। পুলিশ এসে শুধু দেখে চলে গিয়েছে।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সভা ওখানেই হবে। ট্রাকের উপর দাঁড়িয়েও সভা হবে। আসলে তৃণমূল ভয় পেয়ে এসব করছে।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে কালকের জোড়া সভার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। কোন সভাতে লোক বেশি হয় তা নিয়েও প্রতিযোগিতা চরমে।

 

বন্ধ করুন