বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Shootout at Dinhata: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কি দলেরই গোষ্ঠী কোন্দল!

Shootout at Dinhata: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কি দলেরই গোষ্ঠী কোন্দল!

আক্রান্ত তৃণমূল নেতা। নিজস্ব ছবি

গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান বাড়ির কাজে বাইরে গিয়েছিলেন। ফেরার সময় তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। তার মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। এরপর তারা তার উপর চড়াও হয়। সেখান থেকে কোনওভাবে পালিয়ে বাড়িতে পৌঁছন তৃণমূল অঞ্চল সভাপতি।

তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর এবার পঞ্চায়েত ভোটের আগে আবার উত্তপ্ত হয়ে উঠল তৃণমূলের কোচবিহারের দিনহাটা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। দিনহাটা ১ ব্লকের গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমানকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপি।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান বাড়ির কাজে বাইরে গিয়েছিলেন। ফেরার সময় তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। তার মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। এরপর তারা তার উপর চড়াও হয়। সেখান থেকে কোনওভাবে পালিয়ে বাড়িতে পৌঁছন তৃণমূল অঞ্চল সভাপতি। নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তিনি ডাকেন। পরে অঞ্চল সভাপতি নিজের বাড়ির পিছনে গেলে সেখানে তাঁকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই গুলি চালানোর খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে গেছে দিনহাটা থানার পুলিশ। তারা গুলি চালানোর স্থান খতিয়ে দেখে এবং গুলির খোল খুঁজে বের করার চেষ্টা করেন।

মাহফুজুর রহমান জানান, যারা তার উপর আক্রমণ করেছে তারা সকলেই সমাজ বিরোধী। তবে কেউ তৃণমূলের সঙ্গে জড়িত নয় বলেই তাঁর দাবি। তিনি আরও জানান, ইতিমধ্যেই তিনি বিষয়টি দলের উচ্চ নেতৃত্ব এবং বিধায়ককে অবগত করেছেন। অপরদিকে, অঞ্চল সভাপতি যাদের নামে অভিযোগ করেছেন এই মুহূর্তে তারা সকলেই পলাতক রয়েছে এবং পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই সুর ছড়িয়েছে বিজেপি।

বন্ধ করুন