বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘মা - ছেলে বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে, দূত এলে ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকুন’

‘মা - ছেলে বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে, দূত এলে ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকুন’

বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

মমতা ব্যানার্জি বাঁচার জন্য উনি আবিষ্কার করেছেন দরজায় মমতার দূত। আর আমরা বলছি দরজায় মমতার ভূত।

এবার দিদির দূত এলে আগে থেকে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকার পরামর্শ দিলেন বিজেপি বিধায়ক। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এহেন মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এটাই বিজেপির সংস্কৃতি। সঙ্গে এদিন তিনি দাবি করেন, ‘মা ছেলে দুজনে মিলে বাংলাকে জর্জরিত করে দিয়েছে।’

মঙ্গলবার সোনামুখির কোচডিহি এলাকায় দলীয় সভায় হাজির ছিলেন অমরনাথ শাখা। মঞ্চে ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। তাঁর সামনেই বিধায়ককে বলতে শোনা যায়, ‘আপনাদের বলছি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। একে তো ১১ বছর ধরে বরবাদ করেছে। এখন সবদিক থেকে মমতা ব্যানার্জি বাঁচার জন্য উনি আবিষ্কার করেছেন দরজায় মমতার দূত। আর আমরা বলছি দরজায় মমতার ভূত। ওই ভূতরা কোনও না কোনও বিষয়ে জড়িত আছে। কোনও মাকে বলেছে আইসিডিএসে চাকরি করে দেব। কাউকে বলেছে তোর ব্যাটাকে সিভিক ভলান্টিয়ার করে দেব। কাউকে বলেছে ওই স্কুলে চাকরি করে দেব। কাউকে বলেছে মিড ডে মিলের চাকরি করে দেব। এই ভাবে প্রতিশ্রুতি দিয়ে কিছু না কিছু নিয়েছে। এই ভূতেরা গেলে আপনারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবেন’।

এদিন অমরনাথবাবু বলেন, মা - ছেলে দুজনে মিলে বাংলাকে জর্জরিত করে দিয়েছে। আমাদের প্রতিজ্ঞা নিয়ে এই ২ জনকে বাংলা ছাড়া করতে হবে। এদের উদ্দেশ বাংলাকে বাংলাদেশ বানানো’।

প্রতিক্রিয়ায় তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘দিদির দূতেদের ভূতের মতো ভয় পাচ্ছেে বিজেপি। তাই সম্বিত হারিয়ে তাদেরে নেতারা আজে বাজে কথা বলছেন।’

 

 

বন্ধ করুন