বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চোরগুলোকে বলব ২ - ৩ মাসে টাকা ফেরত দিয়ে দিন, নইলে…., হুঁশিয়ারি BJP বিধায়কের

চোরগুলোকে বলব ২ - ৩ মাসে টাকা ফেরত দিয়ে দিন, নইলে…., হুঁশিয়ারি BJP বিধায়কের

বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

তাঁর হুঁশিয়ারি, ‘পঞ্চায়েত ভোটের সময় যে চোরগুলো মিথ্য অভিযোগ দিয়ে পঞ্চায়েত ভোটের সময় আমাদের বেশ কিছু ছেলেকে জেল খাটিয়েছিল আমরা কিন্তু কড়ায় গণ্ডায় তৃণমূলের বাচ্চাদের কাছে বুঝে নেব। তখন কেউ কোথাও থাকবে না’।

ডিসেম্বরের মধ্যেই কার্যত পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবারই এই হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে প্রকাশ্যে এল আরেক বিজেপি বিধায়কের ভিডিয়ো। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে বলতে শোনা গেল, হাতে আর ২- ৩ মাস সময় আছে। তার পর কড়ায় গণ্ডায় বুঝে নেব।

মঙ্গলবার সন্ধ্যায় এক পথসভায় অমরনাথবাবু বলেন, ‘চোরগুলোকে বলছি, ২ – ৩ মাস সময় আছে। টাকা ফেরত দিয়ে দিন। নইলে চোর ধরো জেল ভরো নয়, ওটা তো পুলিশের কাজ। জনগণ আপনাদের ধরবে আর হালকা করে পালিশ করবে’।

তাঁর হুঁশিয়ারি, ‘পঞ্চায়েত ভোটের সময় যে চোরগুলো মিথ্য অভিযোগ দিয়ে পঞ্চায়েত ভোটের সময় আমাদের বেশ কিছু ছেলেকে জেল খাটিয়েছিল আমরা কিন্তু কড়ায় গণ্ডায় তৃণমূলের বাচ্চাদের কাছে বুঝে নেব। তখন কেউ কোথাও থাকবে না’।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ডিসেম্বর মাসে এই সরকার কার্যত আর থাকবে না। ২০২৪ সালে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে। শুভেন্দুর এই মন্তব্যে চাঞ্চল্য ছড়ায়। এবার শুভেন্দুর সুরে হুঁশিয়ারি শোনা গেল অমরনাথ শাখার গলাতেও।

 

বন্ধ করুন