বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সরকার বদলালেই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে তৃণমূলকে: বিজেপি বিধায়ক অমরনাথ শাখা

সরকার বদলালেই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে তৃণমূলকে: বিজেপি বিধায়ক অমরনাথ শাখা

বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

তাঁর অভিযোগ, বিজেপি বিধায়কদের বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দিচ্ছে না প্রশাসন। বিডিও, জেলাশাসক টাকা খরচ করতে দেরি করছে। সাধারণ মানুষের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার।

তৃণমূল নেতাদের কলার ধরে টাকা উদ্ধার করে সেই টাকায় ঋণ শোধ করুক সরকার। বুধবার নিজের বিধানসভা কেন্দ্র ওন্দার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে এমনই পরামর্শ দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, রাজ্যে ক্ষমতা বদল হলেই আমরা প্রতিশোধ নেব। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে তৃণমূল নেতাদের।

এদিন ওন্দা বাজারে এক দলীয় সভায় অমরনাথবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন DA দেওয়ার টাকা নেই। অথচ তৃণমূল নেতাদের বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা পড়ে রয়েছে। রাজ্যের মানুষের মাথাপিছু ঋণ ৬০,০০০ টাকা ছুঁয়েছে। তৃণমূল নেতাদের কলার ধরে টাকা উদ্ধার করে সেই টাকায় রাজ্যের ঋণ শোধ করা উচিত।

তাঁর অভিযোগ, বিজেপি বিধায়কদের বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দিচ্ছে না প্রশাসন। বিডিও, জেলাশাসক টাকা খরচ করতে দেরি করছে। সাধারণ মানুষের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার।

এর পরই তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সরকার বদলালেই প্রতিশোধ নেওয়া হবে। তবে আমরা শোধ নেব অন্য ভাবে। আজ যারা অত্যাচার করছে সেদিন তাদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। তাই বলছি এখনই সংযত হোন।

 

বন্ধ করুন
Live Score