টানা তৃতীয়বারের জন্যে কেন্দ্রে সরকার গঠন করেছে বিজেপি। তবে নবগঠিত সরকার এবং শাসকদলকে কটাক্ষ করতে ছাড়লেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত লোকসভা ভোটের ফলাফলেই। তিনি বলেন, 'ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ, তখন রাজনৈতিক ভাবেও আমাদের খোলা মনের হতে হবে। আমি মনে করি না ভারতকে 'হিন্দু রাষ্ট্রে' পরিণত করার ধারণাটি যথাযথ ছিল... ভারত যে 'হিন্দু রাষ্ট্র' নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে।' (আরও পড়ুন: নয়া বেতন কমিশন, EPFO সুদ নিয়ে সরকারের ওপর চাপ RSS-এর! বাজেটের আগে বৈঠকে নির্মলা)
আরও পড়ুন: ডেডলাইন বেঁধে দিয়েও সরকারি কর্মীদের এই কাজে 'বারণ', সামনে এল বড় আপডেট
আরও পড়ুন: ডিএ বাড়লেও সরকারি কর্মীদের মজুরি এখনও বকেয়া! সামনে এল নয়া তথ্য
অমর্ত্য সেন আরও বলেন, 'আমরা সব সময় আশা করি প্রতিটি নির্বাচনের পর পরিবর্তন আসবে। এর আগে (বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে) বিনা বিচারে মানুষকে কারাগারে ঢোকানো এবং ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ানোর মতো কিছু ঘটনা অব্যাহত রয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক কাকা ও ভাইকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল। আমরা আশা করেছিলাম ভারত স্বাধীন হলে এসব থেকে মুক্তি মিলবে। তবে এসব থামেনি। এর জন্যে কংগ্রেসও দায়ী। তারা এটার পরিবর্তন করেনি ... কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রচলন আরও বেশি।'
এদিকে অমর্ত্য সেনের খোঁচা, রাম মন্দির তৈরি করা সত্ত্বেও ফৈজাবাদে অযোধ্যা আসনে বিজেপি হেরেছে, কারণ দেশের আসল পরিচয়কে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, 'এত টাকা খরচ করে রাম মন্দির তৈরি হচ্ছে। ভারতকে 'হিন্দু রাষ্ট্র' হিসাবে তুলে ধরা হচ্ছে। ভারত মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ। এখানে এমনটা হওয়া উচিত ছিল না। এতে করে ভারতের আসল পরিচয়কে উপেক্ষা করার একটি প্রচেষ্টা চলছে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে।' এদিকে অমর্ত্য সেন দাবি করেন, নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা আগেরটির 'কপি'। তিনি বলেন, 'সামান্য রদবদল সত্ত্বেও রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা এখনও শক্তিশালী। মন্ত্রীরা আগের বারের মতো পোর্টফোলিও পেয়েছেন এবারও।'