শেখ শাহজাহানের গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যে তার অন্যতম অনুগামী বলে পরিচিত আমির আলি গাজির গ্রেফতারি দেখাল পুলিশ। তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আমির আলি গাজির বিরুদ্ধে এক মহিলা সন্দেশখালি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। গত ৫ জানুয়ারি, শাহজাহানের সঙ্গে ফেরার হয়ে যায়
হয়েছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে আমির আলির বিরুদ্ধে সন্দেশখালি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। পুলিশের দাবি, অভিযুক্তের বাড়ি সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শাহজাহান গ্রেফতার হতেই ম্যাজিকের মতো খোঁজ পাওয়া গেল আমির আলি গাজিরও। পুলিশের দাবি, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে জানা যায়, ঝাড়খণ্ডে রয়েছে সে। এর পর ঝাড়খণ্ডে যায় বসিরহাট পুলিশের একটি বাহিনী। সেখান থেকে আমির আলিকে গ্রেফতার করে নিয়ে আসে তারা।
স্থানীয়দের দাবি, আমির আলি গাজি উত্তম সরদারের অত্যন্ত ঘনিষ্ঠ। উত্তমের হয়ে এলাকায় গুন্ডামি করে বেড়াত সে। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ।
এদিন ধৃতকে বসিরহাট আদালতে পেশ করলে তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।