বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhushek Banerjee vs Jay Shah: গরুপাচারের টাকা অমিত শাহ ও তাঁর ছেলের কাছে যায় কি? আক্রমণ অভিষেকের

Abhushek Banerjee vs Jay Shah: গরুপাচারের টাকা অমিত শাহ ও তাঁর ছেলের কাছে যায় কি? আক্রমণ অভিষেকের

বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ইডি বলছে, গরু চুরি করতে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত দিয়েছে বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহ। ক্ষমতা আছে ডেকে অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করবে?

রাজ্যজুড়ে রথযাত্রায় বেরিয়ে বীরভূমের মুরারইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের মুরারইয়ে এক জনসভায় তিনি বলেন, বিএসএফ গরু পাচার করে যে টাকা রোজগার করে তার টাকা অমিত শাহের কাছে যায় না তার ছেলের কাছে যায়?

এদিন অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে অমিত শাহ বলেন, ‘আমরা গরুচোর ধরেত বেরিয়েছি। আর ইডি বলছে, গরু চুরি করতে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত দিয়েছে বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহ। ক্ষমতা আছে ডেকে অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করবে? বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে দিল্লি। তদন্ত তদন্তের পথে চলবে আমি কারও হয়ে ওকালতি করব না। ১৫০ গুণ সম্পত্তি তার মেয়ের বেড়েছে বলে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে। অমিত শাহের ছেলে ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে। কেন অমিত শাহের ছেলেকে গ্রেফতার করা হবে না? কেন অমিত শাহকে গ্রেফতার করা হবে না? এই বিএসএফ কার অধীনে? বিএসএফ স্বরাষ্ট্র দফতরের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী? অমিত শাহ। তাহলে বিএসএফ গরু পাচার করে যে টাকা রোজগার করে তার টাকা অমিত শাহের কাছে যায় না তার ছেলের কাছে যায়? কে প্রশ্ন করবে? একমাত্র আমরা চোখে চোখ রেখে লড়াই করছি। আগামী দিনে আগামী দিনে ব্যতিক্রম হবে না’।

বলে রাখি, ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয় মোদী সরকার শপথ নেয়। সেদিনই শপথ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। কয়েক মাসের মধ্যে গরুপাচারের তদন্তের নির্দেশ দেন তিনি। ২০২০ সালের নভেম্বরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বিএসএফ আধিকারিক সতীশ কুমার।

 

বন্ধ করুন