সিউড়ি সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বগটুই গণহত্যায় নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ। শুক্রবার সিউড়িতে দলের নতুন পার্টি অফিস উদ্বোধনের পর হেলিপ্যাডে রওনা হওয়ার সময় গাড়িতে বসেই মিহিলালের সঙ্গে কথা বলেন শাহ। সাক্ষাতে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন মিহিলাল শেখ।
এদিন সিউড়ির সভায় বক্তব্য রাখার সময় বগটুইয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান অমিত শাহ। এর পর তিনি চলে যান সিউড়িতে দলের কার্যালয় উদ্বোধনে। সেখান থেকে বেরনোর সময় মিহিলাল শেখের সঙ্গে কথা বলেন তিনি।
সপ্তাহ কয়েক আগেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন মিহিলাল শেখ। এদিন শাহের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, আমার পরিবারের সঙ্গে যা ঘটেছে তা আমি ওনাকে আমার ভাষায় বলেছি। বলেছি যে, তৃণমূল নেতা ও পুলিশের একাংশ মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি নিয়ে যেহেতু গোটা দেশে আলোচনা হয়েছে তাই উনি অনেকটা জানেন। উনি আমাকে সুবিচার দেবেন বলে আশ্বাস্ত করেছেন। উনি আমাকে যেটুকু সময় দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ।
২০২২ সালের ২১ মার্চ রামপুরহাটের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের পর গ্রামের একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় শিশু - মহিলাসহ ১০ জনের। এই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে আদালত।