আজ, শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ। আজ, শুক্রবার দুপুরে সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে খবর। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী–সুকান্ত মজুমদার টুইট করেছেন। রাজ্যে অমিত শাহের সফর উপলক্ষ্যে স্বাগত জানিয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। তবে তীব্র গরমের কথা মাথায় রেখে তাঁর মধ্যাহ্নভোজের মেনু ঠিক করা হয়েছে।
এদিকে আগের সূচি অনুযায়ী আজ দুপুরেই অনুব্রতহীন বীরভূমে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন গোটা বাংলা কার্যত পুড়ছে সূর্যের প্রখর তাপে। ৪০ ডিগ্রি স্পর্শ করেছে বাংলার তাপমাত্রা। তাতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এই তীব্র গরমের মধ্যেই বাংলায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুতরাং তাঁর বক্তব্য শুনতে যাঁরা আসবেন তাঁদের এই অসহ্য গরমের মুখোমুখি হতে হবে। বীরভূমের সার্কিট হাউসে আজ মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। সেখানে থাকবেন আরও ২৬ জন। তাই বিশেষ মেনু করা হয়েছে।
ঠিক কী রাখা হচ্ছে মেনুতে? অন্যদিকে সূত্রের খবর, প্রচণ্ড গরমে তেতে উঠেছে গোটা বাংলা। বীরভূমে গরমে লু বইতে শুরু করেছে। এই পরিবেশে হালকা খাবারের ব্যবস্থা করা হয়েছে। তেমনভাবেই ঠিক করা হয়েছে অমিত শাহের মেনু। সেখানে থাকবে সাদা ভাত, ডাল, তার সঙ্গে পাঁচরকম ভাজা। ভাজার মধ্যে থাকবে ভেন্ডি, আলু, মাশরুম। খাদ্য তালিকায় শুক্তো রাখা হচ্ছে। এছাড়া পাতে পড়বে মাশরুম পনির–সহ পনিরের তিনটি পদ। শেষ পাতে থাকছে দই, মিষ্টি। অমিত শাহ একটি টুইট করেছেন। এই সভাকে ঘিরে।
ঠিক কী লিখেছেন শুভেন্দু–সুকান্ত? আজ, দুপুরে সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বীরভূমে যাবেন শাহ। এখানে সভা শেষ করে ৩টে ৫ মিনিটে নাগাদ শাহ যাবেন সিউড়ির নবনির্মিত বিজেপির বীরভূম জেলা পার্টি অফিস চত্বরে। সেখানে পার্টি অফিসের উদ্বোধন করবেন। তারপর বিকেল ৪টে ৫ মিনিটে ফিরবেন পুলিশ লাইন মাঠের হেলিপ্যাডে। রওনা দেবেন কলকাতা বিমানবন্দরে। শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উষ্ণ স্বাগতম। রাজ্যে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে এবং মনোবল বাড়ায়।’ সুকান্ত মজুমদার লেখেন, ‘স্বাগত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ বাংলার মাটিতে অমিত শাহ।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup