বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Amul's Viral Post on Janmashtami 2022: 'কেষ্টা বেটাই চোর!', ভাইরাল জন্মাষ্টমীতে Amul-র বার্তা, হাসি থামছে না নেটপাড়ার

Amul's Viral Post on Janmashtami 2022: 'কেষ্টা বেটাই চোর!', ভাইরাল জন্মাষ্টমীতে Amul-র বার্তা, হাসি থামছে না নেটপাড়ার

'কেষ্ট বেটাই চোর!' - ভাইরাল শুভেচ্ছাবার্তা Amul-র (বাঁদিকে), (ডানদিকে) সিবিআইয়ের আধিকারিক (সৌজন্যে পিটিআই)

Amul's Viral Post on Janmashtami 2022: 'কেষ্টা বেটাই চোর' - জন্মাষ্টমীতে Amul-র শুভেচ্ছাবার্তা ভাইরাল হয়ে গেল। এক দোর্দণ্ডপ্রতাপ এক রাজনৈতিক নেতার ডাকনামের (সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই) সঙ্গে ওই বিজ্ঞাপনের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

'কেষ্টা বেটাই চোর!' ভাইরাল হয়ে গেল জন্মাষ্টমীতে Amul-র শুভেচ্ছাবার্তা। এক রাজনৈতিক নেতার সঙ্গে মিল খুঁজে পেয়ে হেসে কুটোপাটি খেল নেটপাড়া। কেউ কেউ তো প্রশ্ন করলেন, ‘এই কেষ্ট কি নকুলদানা এবং গুড়-বাতাসা দেন?’

শুক্রবার সকালে Amul Bangla-র ফেসবুক অ্যাকাউন্ট (ভেরিফায়েড টিক আছে) থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছাবার্তা পোস্ট করা হয়। উপরের দিকে লেখা আছে, ‘শুভ জন্মাষ্টমী!’ কিছুটা নিচের দিকে একটি বাটারের ছবি আছে। ছোটো বাটারের প্যাকেটটা অর্ধেক খোলা। বাটারও কিছুটা নেই। লেখা হয়েছে, 'কেষ্টা বেটাই চোর।'

সেই লাইনের সুবাদেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় Amul-র শুভেচ্ছাবার্তা। এক দোর্দণ্ডপ্রতাপ এক রাজনৈতিক নেতার ডাকনামের (সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই) সঙ্গে ওই বিজ্ঞাপনের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন লেখেন, ‘এই কেষ্টার বাঁশি থেকে চড়াম-চড়াম শব্দ বেরোয়?’ একজন আবার Amul Bangla-র শুভেচ্ছাবার্তা শেয়ার করে লেখেন, ‘উফ! পুরো মাখন!’ সেইসঙ্গে ‘অনবদ্য এবং অসামান্য’; ‘প্রাসঙ্গিক তো অবশ্যই বিজেমূল আবার কি, শুধুই আমূল’; ‘আমূল ও মিষ্টি ভাবে চড়াম চড়াম দিয়ে দিল’; ‘নাইস চাটন’; ‘লজ্জা লাগা দরকার’; ‘আমূল টোস্ট, কেষ্টার রোস্ট’-র মতো কমেন্টও ভেসে ওঠে।

তবে কেউ কেউ আবার Amul-র শুভেচ্ছাবার্তায় অসন্তোষ প্রকাশ করেছেন। শুভেচ্ছাবার্তায় ওই রাজনৈতিক নেতার প্রসঙ্গ খুঁজে পেয়েছেন তাঁরা। তেমনই এক নেটিজেনের বক্তব্য, 'দয়া করে শ্রীকৃষ্ণকে এখানে টেনে আনবেন না। একজন শয়তানের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের তুলনা টানবেন না।'

আরও পড়ুন: Milk Price Hike: ফের মধ্যবিত্তের মাথায় হাত, দুধের দাম বাড়াল আমূল-মাদার ডেয়ারি, দেখুন নয়া রেট

তবে পুরো বিষয়টি নিয়ে আপাতত Amul Bangla-র তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত Amul Bangla-র ফেসবুক পেজে সেটাই শেষ পোস্ট। যে পোস্টে ইতিমধ্যে ৪,৫০০-র বেশি রিঅ্যাকশন পড়ে গিয়েছে। শেয়ার হয়েছে ৩,৫০০-র বেশি। কমেন্টও ৫০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। তারপর আর নতুন কোনও পোস্ট করা হয়নি।

বন্ধ করুন