বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Elephant Attack: জলপাইগুড়ির বাড়িতে ঢুকে বৃদ্ধকে পিষে মারল হাতি, পরিবারকে ক্ষতিপূরণ বন দফতরের

Elephant Attack: জলপাইগুড়ির বাড়িতে ঢুকে বৃদ্ধকে পিষে মারল হাতি, পরিবারকে ক্ষতিপূরণ বন দফতরের

হাতির হামলায় মৃত ব্যক্তি। নিজস্ব ছবি

এখানে বৃদ্ধকে পিষে মারার আগে কয়েকটি বাড়িতে ভাঙচুর করেছিল হাতি। তবে বিশেষ খাবার জোগাড় হয়নি। খিদের চোটে বাড়ির দরজা ভেঙে বৃদ্ধকে পিষে মেরে ফেলে হাতিটি। অনেক সময়ে খিদের তাগিদে লোকালয়ে এসে ফসল নষ্ট করে দাঁতালের দল। সম্প্রতি হাতি দৌরাত্ম্য ঠেকাতে ঘুম পাড়িয়ে উত্তরবঙ্গের বক্সায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজের বাড়িতে সবাই নিজেকে নিরাপদ ভাবে। আর সেটা ভাবাই স্বাভাবিক। এমনটাই মনে করে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন এক বৃদ্ধ। কিন্তু কে জানত এমন মর্মান্তিক পরিণতি হবে। বাড়িতে ঢুকে পড়ল গজরাজ। আর ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে পিষে মেরে ফেলল গজরাজ। কিছু বোঝার আগেই সব শেষ হয়ে গেল। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের দেউনিয়া পাড়ায়। তবে বৃদ্ধের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছে জলপাইগুড়িতে?‌ স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ির এই গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা নীলকান্ত ওঁরাও। শুক্রবার রাতে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন এই বৃদ্ধ। আজ, শনিবার ভোরবেলায় একটি হাতি এই বাড়িতে ঢুকে পড়ে। আর কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধকে পিষে মেরে ফেলে। নীলকান্তবাবুর বাড়ি ভাঙা দেখে সন্দেহ হয়। তখন ভিতরে ঢুকে দেখা যায়, পড়ে রয়েছে বৃদ্ধ নীলকান্তবাবুর দেহ। ঘটনাস্থলে পৌঁছন বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মী এবং পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের এক সদস্যের চাকরির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে বন দফতর।

ঠিক কী বলছে বন দফতর?‌ বন দফতর সূত্রে খবর, কয়েকদিন আগে জলপাইগুড়িতে তিস্তা নদীর চরে আশ্রয় নিয়েছে একদল হাতি। সেখান থেকেই একটি হাতি দলছুট হয়ে দেউনিয়া পাড়া গ্রামে ঢুকে পড়ে। তিস্তা নদীর চরে থাকা হাতির দলকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। আজ, শনিবার হাতি তাড়ানোর কাজ শুরু হবে। এই হাতি বৃদ্ধের বাড়িতে দরজা ভেঙে ঢুকে পড়ে। খিদে পাওয়ায় খাবারের খোঁজে ঢুকেছিল। আর রাগে পিষে ফেলে বৃদ্ধকে।

উল্লেখ্য, এখানে বৃদ্ধকে পিষে মারার আগে কয়েকটি বাড়িতে ভাঙচুর করেছিল হাতি। তবে বিশেষ খাবার জোগাড় হয়নি। তাই খিদের চোটে বাড়ির দরজা ভেঙে বৃদ্ধকে পিষে মেরে ফেলে হাতিটি। এখানে এমনিতেই হাতির দৌরাত্ম্যের খবর মেলে। অনেক সময়ে খিদের তাগিদে লোকালয়ে এসে ফসল নষ্ট করে দাঁতালের দল। সম্প্রতি হাতি দৌরাত্ম্য ঠেকাতে ঘুম পাড়িয়ে উত্তরবঙ্গের বক্সায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ধ করুন