শ্বাশুড়ি-বৌমার ঝগড়া নতুন কিছু নয়। তবে কোচবিহারের তুফানগঞ্জে বৌমার অত্যাচার আবার কিছুটা অন্যরকম। অভিযোগ এমনটাই। আর সেই অত্যাচার থেকে বাঁচতে একেবারে থানায় এসে হাজির হলেন বৃদ্ধা। ছেলে- বৌমার বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করেছেন তিনি। শাশুড়ির অভিযোগ, ছেলে বৌমা মিলে মাঝেমধ্যেই মারধর করে। ছেলে একদিকে ধরে আর বৌমা অন্যদিকে ধরে। এরপর ধরে আমায় বস্তায় ভরে ফেলে। বৌ আমার গলা টিপে ধরে বস্তায় ভরে ফেলে। এদিকে শ্বাশুড়ির কাছে এই অভিযোগ শুনে হতবাক পুলিশও।
তুফানগঞ্জের ধলপল ২ গ্রাম পঞ্চায়েতের ছাটরামপুর এলাকার ঘটনা। ছোট ছেলে ও বৌমার বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অসহায় বৃদ্ধা। একটা লাঠির উপর কোনওরকমে ভর দিয়ে তিনি শনিবার থানায় এসেছিলেন। সেখানেই তিনি নির্যাতনের কথা তুলে ধরেন। শরীরের বিভিন্ন জায়গায় তাঁকে আঘাত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বৃদ্ধা দ্রৌপদী দাসের অভিযোগ স্বামী মারা যাওয়ার পর থেকেই ছোটছেলে গোষ্ঠচরণ অত্যাচার করা শুরু করেছে। তার সঙ্গেও দোসর হয়েছে বৌমা। বার্ধক্যভাতার টাকাও তারা নিয়ে নেয় বলে অভিযোগ। এরপরই শুরু হয় অকথ্য অত্যাচার। এমনকী ঘরে তালা মেরে আটকে রাখা হত বলেও অভিযোগ। এদিকে তিনি তাঁর মাথা গোঁজার ঠাঁইটাও ছোট ছেলের নামে লিখে দিয়েছেন। তারপর প্রাণ বাঁচাতে তিনি অন্যের বাড়়িতে আশ্রয় নিয়েছেন।