ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়ার পাল্লাদহ গ্রামে নিজেরই ঘরে ৭৬ বছর বয়সী বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিহত ফুলজান বিবি নামে ওই বৃদ্ধা একাই ওই ঘরে থাকতেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে তাঁর গলার নলিকাটা দেহ উদ্ধার হয়। এর পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বৃদ্ধাকে কে বা কারা খুন করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ফুলজান বিবির ২ মেয়ের এলাকাতেই বিয়ে হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কাছে এসে অনেকক্ষণ গল্প করে যান বড় মেয়ে। স্থানীয় এক মহিলা বলেন, সকালে দেখি ওনার ঘরের দরজা খোলা। ঘরে ফুলজান বিবি শুয়ে। তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া দেননি। এর পর মেয়েদের খবর দিই।
মৃতার বড় মেয়ে জানিয়েছেন, আমি এসে দেখি মা বিছানায় শুয়ে। মাকে ডাকতে গিয়ে দেখি শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম মায়ের স্ট্রোক হয়েছে। পরে দেখি মাকে কেউ খুন করে রেখে গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধার কয়েক ঘর ভাড়াটে ছিল। তার মধ্যে এক ভাড়াটের সঙ্গে বিবাদ চলছিল তাঁর। দীর্ঘদিন ভাড়া না দেওয়ায় তাকে ঘর ছাড়ার নোটিশ পাঠিয়েছিলেন বৃদ্ধা। তার জেরেই এই খুন কি না সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
এদিন সকালে খবর পেয়ে জেটিয়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃদ্ধাকে গলার নলি কেটে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্ত করছে জেটিয়া থানার পুলিশ।