বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sonarpur: মহিলাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুনের হুমকি! কাঠগড়ায় তৃণমূল নেতা

Sonarpur: মহিলাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুনের হুমকি! কাঠগড়ায় তৃণমূল নেতা

অভিযোগকারিনী

এই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অন্যদিকে, স্থানীয় তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র মহিলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

জমি বিবাদকে কেন্দ্র করে ফের কাঠগড়ায় তৃণমূল নেতা। বাড়িতে এসে একাকী মহিলাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করার হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের। অভিযুক্ত তৃণমূল নেতার নাম পার্থ মণ্ডল। তিনি সোনারপুর শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি। এই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অন্যদিকে, স্থানীয় তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র মহিলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

মণিকা মজুমদার নামে ওই মহিলার অভিযোগ, তার পৈত্রিক সম্পত্তি দখল করে সেখানে বেআইনি নির্মাণ করছেন ওই তৃণমূল নেতা। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাকে চাপ দিচ্ছেন ওই তৃণমূল নেতা। একাধিকবার তার বাড়ি এসে অশ্লীল ভাষায় হুমকি দেন, এমনকি গুলি করে খুনের হুমকিও দেওয়া হয়েছে। তিনি জানান, ‘এই নিয়ে আমি আদালতে একটি মামলা করেছি। বর্তমানে সেখানে স্থিতাবস্থা জারি করেছে আদালত। তার পরেও সেখানে নির্মাণ চালিয়ে যাচ্ছেন পার্থ মণ্ডল। তার দলবল প্রায়ই আমার বাড়িতে আসছে। গত পরশু রাতে পার্থ মন্ডলের দলবল আমার বাড়িতে এসে তিন দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারার হুমকি দিয়েছে। ঘটনায় আমি বিধায়কের কাছে গিয়েছিলাম। বিধায়ক আমাকে থানায় পাঠিয়ে ছিলেন। আমি অভিযোগ দায়ের করেছি। আমি একা মহিলা। এরপর আমি খুব আতঙ্কে রয়েছি।’

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এ বিষয়ে সোনাপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র জানিয়েছেন, ‘মহিলা অভিযোগ জানিয়েছেন। পুলিশ সেটা খতিয়ে দেখছে। যদি পুলিশের মনে হয় যে অভিযুক্ত দোষী তাহলে সেক্ষেত্রে আইনের পথে কাজ করবে পুলিশ। আমি সব রকম ভাবে মহিলার পাশে আছি। মহিলা যাতে সুরক্ষিত থাকে তার দিকেও নজর রাখবে পুলিশ।’

বন্ধ করুন