কলকাতা থেকে শখ করে কাকাতুয়া কিনে নিয়ে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের এক বাসিন্দা। বড় সাধ করে সেই কাকাতুয়া কিনে নিয়ে গিয়েছিলেন এক বাসিন্দা। শ্রীরাম দাস নামে ওই ব্যক্তি কিনে নিয়ে গিয়েছিলেন কাকাতুয়াটিকে। এদিকে সেই কাকাতুয়াকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল ওই যুবকের। মৃতের নাম শ্রীরাম রুইদাস। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রামের ঘটনা।
কীভাবে মৃত্যু হল তাঁর?
সূত্রের খবর, শ্রীরামের অন্য়তম শখ ছিল পাখি পোষার। কলকাতা থেকে এক জোড়া কাকাতুয়া কিনেছিলেন। সেটা নিয়ে গিয়েছিলেন ঘাটালের বাড়িতে। সেখানেই রেখেছিলেন। খুব যত্ন করতেন। এদিকে বৃহস্পতিবার সকালে তিনি দেখেন একটা কাকাতুয়া খাঁচা থেকে বেরিয়ে পড়েছে। এদিকে সেই কাকাতুয়াটি ঠিক করে উড়তে পারছিল না। সেটা গিয়ে সামনের পুকুরে পড়ে যায়। কাকাতুয়া পুুকুরে পড়ে গিয়েছে এটা জানতে পেরেই পুকুর থেকে কাকাতুয়াকে বাঁচাতে যান শ্রীরাম। কিন্তু সেখানেই ভয়াবহ পরিণতি হল।
ভালো করে সাঁতার জানতেন না শ্রীরাম। চিৎকারও করেছিলেন হয়তো। কিন্তু কেউ শুনতে পাননি। পরে পুকুর থেকে উদ্ধার করা হয় দেহ। কাকাতুয়াটিরও জলে পড়ে মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ, প্রশাসনও ঘটনাস্থলে যান। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।