শহর শিলিগুড়ি। উত্তরবঙ্গ তথা গোটা বাংলার অন্য়তম গুরুত্বপূর্ণ শহর। সেই শহরের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে বড় পরিকল্পনা নিল শিলিগুড়ি কর্পোরেশন। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ১০০টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। গোটা শহর জুড়ে উচ্চক্ষমতা সম্পন্ন ক্য়ামেরা বসানো হবে। সেব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে এবার উল্লেখযোগ্য বিষয় হল এই সিসি ক্য়ামেরা কেবলমাত্র কারা আনাগোনা করছে তাদেরই দেখা যাবে সেটাই নয়, এই সিসি ক্যামেরাতে সাউন্ড রেকর্ডিংও করা যাবে। অর্থাৎ কোথাও যদি অপরাধীরা কোনও পরিকল্পনা করার চেষ্টা করে তবে সেটাও জেনে যাবে পুলিশ।
সূত্রের খবর, শিলিগুড়ি শহরে একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনা হয়েছে। এদিকে সেই সব ঘটনার কিনারা করতে সমস্যা পড়ে পুলিশ। সেকারণেই এবার নয়া উদ্যোগ। মূলত বাইক নিয়ে এসে মোবাইল ফোন, সোনার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। সেকারণেই এবার এই সতর্কতা। মূলত সন্ধ্যা নামলেই নির্জনতার সুযোগ নিয়ে অপারেশনে নামে দুষ্কৃতীরা। সেকারণে এবার নিরাপত্তার বৃদ্ধিতে নয়া উদ্যোগ। যে সমস্ত জায়গায় অপরাধের সম্ভাবনা বেশি রয়েছে সেখানে এই ধরনের সিসি ক্যামেরা বসানোর উপর জোর দেওয়া হবে।
বর্তমানে শিলিগুড়ি শহরে রয়েছে ৪০০টি সিসি ক্যামেরা। সেই ক্যামেরা অপরাধ দমনে, অপরাধের কিনারা করতে অনেকটাই সহায়তা করে। এবার তার সঙ্গে যুক্ত হবে আরও ১০০টি সিসি ক্যামেরা। এই উদ্যোগ মূলত শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি ও শিলিগুড়ি কর্পোরেশনের যৌথ উদ্যোগে হবে।
সূত্রের খবর, এই হাইটেক ক্যামেরাতে সাউন্ড রেকর্ডিংয়ের ফিচার্সও থাকবে। এর মাধ্য়মে কোনও অপরধের ঘটনা হয়ে গেলে পুলিশ তা সহজেই কিনারা করতে পারবে। পাশাপাশি কোথাও ক্রাইম হওয়ার ছক তৈরি হলে সেটাও আগাম জেনে যেতে পারে পুলিশ। কোথাও দুষ্কৃতীরা জড়ো হলে তা পুলিশ আগাম জেনে যেতে পারে।
এদিকে বর্তমানে যে সিসি ক্যামেরাগুলি রয়েছে তার মধ্য়ে কিছু ক্যামেরা বিকল হয়ে গিয়েছে বলে খবর। সেগুলিকে ফের মেরামত করার উদ্যোগ নেওয়া হবে। কী ধরনের সমস্যা রয়েছে সেই ক্যামেরাগুলির ক্ষেত্রে সেটা দেখা হবে। কারণ কেবলমাত্র ক্যামেরা থাকলেই তো হবে না। সেই ক্যামেরা আদৌ ঠিকঠাক কাজ করছে কি না সেটা দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরু গলিগুলিও যাতে এই সিসিক্যামেরার আওতায় থাকে সেটা দেখা হচ্ছে। সব মিলিয়ে এবার শিলিগুড়িতে নজরদারি আরও কড়া করা হচ্ছে।