রাজ্যে ট্যাব কেলেঙ্কারিতে ফের গ্রেফতার এক তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেফতার করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। একই দিনে চোপড়া থেকেই এক সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করেছে আসানসোল কমিশনারেটের পুলিশ। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে গ্রেফতার হল মোট ১৮ জন।
বৃহস্পতিবার চোপড়ার চুটিয়াখোর গ্রামপঞ্চায়েত এলাকা থেকে ইয়াসিন আলি নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি বলে জানা গিয়েছে। বসিরহাট পুলিশের সাইবার সেল চোপড়া থানার সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
এছাড়া চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মেহেবুব আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে আসানসোল কমিশনারেটের পুলিশ। ধৃত একটি সাইবার ক্যাফের মালিক বলে জানা গিয়েছে।
ট্যাব কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পান গোয়েন্দারা। নেপাল ও বাংলাদেশের অন্তর্বর্তী পশ্চিমবঙ্গের চোপড়া থেকে এই কেলেঙ্কারি পরিচালিত হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানতে পারেন, রাজ্য সরকারের বাংলার শিক্ষা পোর্টালে বিভিন্ন স্কুলের লগ ইন করার জন্য যে ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে তা কোনও ভাবে হাতে পেয়ে যায় কিছু লোক। তারাই লগ ইন করে ট্যাব প্রাপক ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেয়। এই ঘটনায় বাংলার শিক্ষা পোর্টালের সাইবার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, নিজেদের পিঠ বাঁচাতে অল্প টাকায় গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিত প্রতারকরা।