বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Job Scame: টাকা নিয়ে স্কুল চাকরি পাইয়ে দেওয়ার চক্র, শিলিগুড়িতে গ্রেফতার সংস্কৃতের শিক্ষক

Job Scame: টাকা নিয়ে স্কুল চাকরি পাইয়ে দেওয়ার চক্র, শিলিগুড়িতে গ্রেফতার সংস্কৃতের শিক্ষক

অভিযুক্ত শিক্ষক পঙ্কজ বর্মন

কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বাপ্পা মালাকার অভিযোগে করেছিলেন শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ১৭ লক্ষ টাকা নেন সন্তোষ বর্মন। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও মেলেনি চাকরি।

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার চক্রে জড়িত থাকার অভিযোগে শিলিগুড়ি থেকে এক সংস্কৃতের শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। এর আগে চাকরি দেওয়ার নাম করে ১৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে সন্তোষ বর্মন নামে এক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে শিলিগুড়ির বরদাকান্ত স্কুলের সংস্কৃতের শিক্ষক পঙ্কজ বর্মনকে গ্রেফতার করেছে আমবাড়ি থানার পুলিশ।

কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বাপ্পা মালাকার অভিযোগে করেছিলেন শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ১৭ লক্ষ টাকা নেন সন্তোষ বর্মন। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও মেলেনি চাকরি। বাপ্পা ২০১৬ সালে টেট পাশ বলে দাবি করেছেন। চাকরি বা টাকা কোনোটাই না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। বাপ্পার অভিযোগের ভিত্তিতে গত ৯ জানুয়ারি স্কুলের সামনে থেকে সন্তোষ বর্মনকে গ্রেফতার করে পুলিশ।

কোচবিহারের মাথাভাঙা পুর এলাকার বাসিন্দা বাপ্পা মালাকার জানিয়েছেন, তিনি উচ্চ প্রাইমারি টেট পরীক্ষায় বসেছিলেন। পাশ করেও চাকরি পাননি। বাপ্পার অভিযোগ, তিন বছর আগে কোচবিহার জেলার শীতলকুচি বাসিন্দা সন্তোষ মণ্ডল এক এজেন্টকে সঙ্গে নিয়ে তাঁর কাছে আসেন। সন্তোষ জলপাইগুড়ির আমবাড়ি এলাকার এক স্কুলে বাংলার শিক্ষক। বাপ্পার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে ১৭ লক্ষ টাকা নেন সন্তোষ বর্মন। কিন্তু আদালতের নির্দেশে প্যানেল বাতিল হতেই বাপ্পা ঝুঝে যান তিনি আর চাকরি পাবেন না। তিনি টাকা ফেরত চান সন্তোষের কাছে। আমবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই বাংলার শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে জানা যায় সংস্কৃতের শিক্ষক পঙ্কজের নাম। শনিবার তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।

বন্ধ করুন