বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: ‘আমাদের লাখো লাখো অনুব্রত তৈরি হয়েছে’ বিজেপিকে হুমকি তৃণমূল নেতার

Anubrata Mondal: ‘আমাদের লাখো লাখো অনুব্রত তৈরি হয়েছে’ বিজেপিকে হুমকি তৃণমূল নেতার

বিজেপিকে হুমকি দিলেন তৃণমূল নেতা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

সেখান থেকে একের পর এক বিজেপিকে হুমকি দিয়ে বলেন, ‘বিজেপি বোম ফাটিয়ে বিজয় উল্লাস করছে। আমাদের ছেলেদের বলে দিলে ওদের খুঁজে পাওয়া যাবে না। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। পুলিশকে বলে দিয়েছি সরকারটা এখনও তৃণমূলের।’

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর এবার হুঁশিয়ারি দিলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক তৃণমূল নেতা। তার হুঁশিয়ারি, ‘আমাদের এলাকায় লাখো লাখো অনুব্রত তৈরি হয়েছে।’ আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা এভাবেই বিজেপিকে হুমকি দিলেন। তার এই হুমকি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

গতকাল অনুব্রত মণ্ডলের গ্রেফতারের প্রতিবাদে একটি পথসভা করেন তৃণমূল নেতা। সেখান থেকে একের পর এক বিজেপিকে হুমকি দিয়ে বলেন, ‘বিজেপি বোম ফাটিয়ে বিজয় উল্লাস করছে। আমাদের ছেলেদের বলে দিলে ওদের খুঁজে পাওয়া যাবে না। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। পুলিশকে বলে দিয়েছি সরকারটা এখনও তৃণমূলের।’ এরপরেই তিনি বলেন, ‘আমাদের নেতারাই এক একজন অনুব্রত। উনি যে বীজ বপন করেছেন তাতে আমাদের লাখো লাখো অনুব্রত তৈরি হয়েছে। তারা গোটা এলাকা কাঁপিয়ে দেবে। আমরা ভয় পাওয়ার পাত্র নয়। আর ভয়ও করি না।’ আর এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের বক্তব্য, তৃণমূল চোর, তোলাবাজদের দল তা তৃণমূল নেতাদের কথাতেই প্রমাণিত হচ্ছে।

অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে রাজ্যজুড়ে গুড় বাতাসা, নকুলদানা বিলি করে উল্লাসে মেতেছে বিজেপি। আর তারপরে একের পর এক তৃণমূল নেতাদের হুংকার শোনা যাচ্ছে ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায় হুংকার দিয়ে বলেছিলেন, ‘নকুলদানা, গুড় বাতাসা বিলি করা হলে পিঠের চামড়া চড়াম চড়াম করে বাজবে।’ অন্যদিকে, বীরভূমের তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য হুংকার দিয়েছেন, ‘অনুব্রতর বিরুদ্ধে কেউ বললেই পিটিয়ে মাজা ভেঙ্গে দেবে তৃণমূল কংগ্রেস’ ।

বন্ধ করুন