দুষ্কৃতীরা তাণ্ডব চালাল একটি নামকরা অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে। জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি সংস্থার কর্মীদেরও মারধর করা হল। যার ফলে ব্যাপক আতঙ্কে রয়েছেন ওই সংস্থার কর্মীরা। অনেকেই আতঙ্কে কাজ ছেড়ে দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি মালদার ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাধাপুকুর স্ট্যান্ড এলাকার।
সংস্থার কর্মীদের অভিযোগ, গতকাল রাতে এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী অফিসের মধ্যে ঢুকে পড়ে এবং তাদের বেধড়ক মারধর করে। বাদ যায়নি নিরাপত্তারক্ষীও। তাকেও মারধর করা হয়েছে। ঘটনার দৃশ্য ধরা পড়েছে ডেলিভারি অফিসের সিসিটিভির ফুটেজ। এরপরে থানায় অভিযোগ দায়ের করেছেন অফিসের কর্মীরা। কিন্তু, পুলিশ কোনও রকমের পদক্ষেপ করছে না বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে এসে কোনও রকমের তদন্ত করেনি বলে অভিযোগ করেছেন কর্মীরা ।
এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সংস্থায় কর্মরত কর্মীরা। অনেকেই রয়েছেন যারা বাইরে থেকে সেখানে কাজে গিয়েছেন। স্থানীয় দুষ্কৃতীদের তাণ্ডবে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই প্রাণভয়ে কাজ ছেড়ে বাড়ি পালিয়ে গিয়েছে।
তাদের বক্তব্য, ‘আমরা বাইরে থেকে কাজে এসেছি। এখন যদি বাড়ির লোক এই ঘটনার কথা জানতে পারে তাহলে তারা আমাদের কাজ করতে দেবে না।’ কর্মীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন আগেই এই অফিসটি পুরাতন মালদা থেকে ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকায় নিয়ে আসা হয়। তারপর থেকেই দুষ্কৃতীদের তাণ্ডব শুরু হয়েছে । এই অবস্থায় নিরাপত্তা চেয়েছেন কর্মীরা। সেইসঙ্গে আপাতত ডেলিভারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।