বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jaynagar: ব্যবসায়ী পিছু ফিরতেই বন্দুক বের করল ২ যুবক! ক্রেতা সেজে মোবাইলের দোকানে লুঠ

Jaynagar: ব্যবসায়ী পিছু ফিরতেই বন্দুক বের করল ২ যুবক! ক্রেতা সেজে মোবাইলের দোকানে লুঠ

বন্দুক দেখিয়ে দোকান লুঠের অভিযোগ। প্রতীকী ছবি।

জয়নগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই রয়েছে সুমন পালিতের মোবাইলের দোকান। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। দোকান মালিক জানান, ঘটনার সময় আশেপাশের দোকানগুলি বন্ধ করে দিয়েছিলেন ব্যবসায়ীরা।

ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোবাইলের দোকানে লুঠ চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের। এমন ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে উঠেছেন জয়নগরের ব্যবসায়ীরা। যদিও ঘটনার পরেই পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে দুই জনকে গ্রেফতার করেছে তারপরও আতঙ্ক কাটছে না ব্যবসায়ীদের। তারা নিরাপত্তার দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই রয়েছে সুমন পালিতের মোবাইলের দোকান। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। দোকান মালিক জানান, ঘটনার সময় আশেপাশের দোকানগুলি বন্ধ করে দিয়েছিলেন ব্যবসায়ীরা। তিনি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। শাটার প্রায় অর্ধেক বন্ধ করেছিলেন। তখনই দুজন এসে মোবাইল কিনতে চান। তাদের ক্রেতা ভেবে সরল মনে আবার দোকানের শাটার খুলে ওই দুজনকে দোকানের ভেতরে নিয়ে যান সুমন। পিছন ফিরে মোবাইলের বাক্স বার করতেই ঘটে বিপত্তি। তখনই এক যুবক পকেট থেকে বন্দুক বার করে তাকে সর্বস্ব দিয়ে দিতে বলে। প্রাণভয়ে মোবাইল-সহ দুজনকে সব টাকা দিয়ে দেন দোকান মালিক।

এই ঘটনার পরে তদন্তে নামে জয়নগর থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জয়নগর বাণী সিনেমাতলা লাগোয়া এলাকা থেকে জাকির ফকির ও রোহিত শেখ নামে ওই দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। সুমনের কথায়, ‘আমি ওদেরকে দেখে ক্রেতা মনে করেছিলাম। তাই তাদের দোকানে নিয়ে গিয়েছিলাম। ওরা যে দুষ্কৃতী তা ভাবতেই পারিনি।’ এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বন্ধ করুন