বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mandal: হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা, তিহাড় জেলের হাসপাতালে ভর্তি করতে হল অনুব্রতকে

Anubrata Mandal: হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা, তিহাড় জেলের হাসপাতালে ভর্তি করতে হল অনুব্রতকে

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি(ANI Photo) (Utpal Sarkar)

এমনি শ্বাসকষ্টের সমস্যা তাঁর আগে থেকে রয়েছে। এছাড়া তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে।

আচমকা শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তিহাড় জেলের হাসপাতালে ভর্তি করাতে হল অনুব্রত মণ্ডলকে। জেল হাসপাতাল সূত্রে খবর, আপাতত তৃণমূলের বীরভূম জেলা সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল।

এমনি শ্বাসকষ্টের সমস্যা তাঁর আগে থেকে রয়েছে। এছাড়া তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সেই সব সমস্যা দেখিয়ে তদন্তের কাজ আটকানোর চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। জেলেই যেতে হয়েছে অনুব্রতকে।

এ দিন তাঁকে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন দেওয়া হয় তৃণমূল নেতাকে। অক্সিজেন নেওয়ার পর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। আপাতত হাসপাতালেই রয়েছেন অনুব্রত।

গরুপাচার মামলায় দীর্ঘদিন আসানসোল জেলে ছিলেন অনুব্রত। ইডি-র আবেদনের ভিত্তিতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয় । বিচারবিভাগীয় হেফাজতে তিনি তিহাড় জেলে রয়েছেন। গত শনিবার আসানসোল জেলে ফিরতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু আদালত কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি।

বন্ধ করুন