বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অনুব্রতর বিরুদ্ধে খুনের মামলায় গোপন জবানবন্দি দিলেন শিবঠাকুরের মা সুভদ্রা

অনুব্রতর বিরুদ্ধে খুনের মামলায় গোপন জবানবন্দি দিলেন শিবঠাকুরের মা সুভদ্রা

আদালতে শিবঠাকুর মণ্ডলের মা। 

গত ২০ ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডিকে ছাড়পত্র দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই রাতেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেন বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান শিবঠাকুর মণ্ডল।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ছেলে শিবঠাকুর মণ্ডলের দায়ের করা খুনের চেষ্টার মামলায় আদালতে গোপন জবানবন্দি দিলেন অভিযোগকারীর মা সুভদ্রা মণ্ডল ও বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্জুন সাহা। শনিবার দুবরাজপুর আদালতে তাঁরা গোপন জবানবন্দি দেন। শনিবার সকালে তাঁদের আদালতে নিয়ে আসে পুলিশই। তবে এব্যাপারে অভিযোগকারী বা পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত ২০ ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডিকে ছাড়পত্র দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই রাতেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেন বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান শিবঠাকুর মণ্ডল। যার জেরে পরদিন সকালে আসানসোল জেলে বন্দি অনুব্রতকে গ্রেফতার করে পুলিশ। ভেস্তে যায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা। শিবঠাকুর মণ্ডল তাঁর লিখিত অভিযোগে জানান, চলতি বছর মে মাসে তৃণমূলের দুবরাজপুর পার্টি অফিসে তাঁকে কলার ধরে প্রাণ নাশে উদ্যত হন অনুব্রত। পরে বয়ান বদলে তিনি জানান, তাঁর ওপর হামলা হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে।

এই ঘটনায় অনুব্রতকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় দুবরাজপুর আদালত। সেই মেয়াদ শেষে গরুপাচারের মামলায় ফের আসানসোল জেলে ফেরেন তিনি। সেই মামলাতেই শনিবার গোপন জবানবন্দি দিলেন শিবঠাকুর মণ্ডলের মা সুভদ্রা মণ্ডল ও বালিজুড়ি পঞ্চায়েতের উপপ্রধান অর্জুন সাহা।

 

বন্ধ করুন